সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্থানীয় নির্বাচনে শোচনীয়ভাবে হেরেছে দল। সামনেই বিধানসভা নির্বাচন। মধ্যপ্রদেশে রাজনৈতিক জমি উদ্ধারে কি ফের মেরুকরণের পথই ধরল শাসকদল বিজেপি? সে রাজ্যের নেমুচ জেলায় দলের বিধায়ক টি রাজা সিংয়ের মন্তব্য, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো আইকনদের জন্ম দিয়েছে আরএসএস। তাই যাঁরা আরএসএসের দৈনিক সভা বা ‘শাখা’-য় যান না, তাঁদেরকে হিন্দু বলে মনে করি না।’
[তাজমহলের বদলে আগ্রায় থাকবে তেজোমহল, ফের বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের]
রবিবার মধ্যপ্রদেশের নেমুচে জেলায় একটি জনসভায় হাজির ছিলেন তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং। তিনি বলেন, ‘ আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, আরএসএসের নিকটবর্তী শাখায় নাম নথিভুক্ত করুন। যদি কোনও হিন্দু আরএসএসেরসঙ্গে যুক্ত না হন, তাহলে তিনি প্রকৃত হিন্দু নন। তিনি দেশের সেবা করতেও অক্ষম।’ বিজেপি বিধায়কের সংযোজন, ‘ধর্ম যাই হোক না কেন, ভারতে বসবাসকারী সকলেরই ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দেমাতরম’ স্নোগান দেওয়া উচিত। যদি কেই এই স্লোগান দিতে না চান, তাহলে তিনি দেশ ছেড়ে চলে যেতে পারেন।’ প্রত্যেক হিন্দুকেই নিজের ধর্মে উন্নতিতে কাজ করার আহ্বানও জানিয়েছেন বিজেপি বিধায়ক টি রাজা সিং।
[প্রশাসনের কাজে হস্তক্ষেপ করে চিঠি রাজ্যপালের, সংসদে সরব তৃণমূল]
মধ্যপ্রদেশের ১৫ বছর ধরে ক্ষমতায় বিজেপি। কিন্তু, বিধানসভা ভোটের মুখে পুর নির্বাচনে ফলাফল চিন্তা বাড়িয়েছে গেরুয়াশিবিরে। পুর ভোটে এক ধাক্কায় নিজেদের শক্তি অনেকটাই বাড়িয়ে নিয়েছে কংগ্রেস। বস্তুত, সামগ্রিকভাবে গোটা রাজ্যে পুরভোটে একেবারেই ভাল ফল করতে পারেনি শাসকদল বিজেপি। এদিকে এবছর আবার মধ্যপ্রদেশে বিধানসভা ভোট। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, সামনের বছর লোকসভা ভোটের আগে যদি মধ্যপ্রদেশে যদি বিরোধীরা ভাল ফল করে, সেক্ষেত্রে জোর ধাক্কা খাবেন নরেন্দ্র মোদি, অমিত শাহেরা। তাই দেশের সবচেয়ে বড় রাজ্যে রাজনৈতিক জমি উদ্ধারের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে গেরুয়াশিবির। তার জন্য রাজা সিংয়ের এমন মন্তব্য কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে মধ্যপ্রদেশে।
[ওষুধ দিতে একই সিরিঞ্জের ব্যবহার, যোগীর রাজ্যে HIV আক্রান্ত ৪০]
হায়দরাবাদের গোশামহল বিধানসভাকেন্দ্রের বিজেপি বিধায়ক টি রাজা সিং। তেলেঙ্গানা বিধানসভায় দলের চিফ হুইপও তিনি।টি রাজা সিংয়ের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই সরব বিরোধীরা। বিজেপি বিরুদ্ধে যথারীতি মেরুকরণের অভিযোগ তুলেছে তারা।
দেখুন ভিডিও:
[‘আরও ছেলে থাকলে সেনায় পাঠাতাম’, চোখে জল নিয়ে মন্তব্য শহিদ জননীর]
The post ‘আরএসএসের সঙ্গে যুক্ত হলেই প্রকৃত হিন্দু’, বিজেপি বিধায়কের মন্তব্যে শোরগোল appeared first on Sangbad Pratidin.