shono
Advertisement

সরকার গঠনে নগণ্য হয়েও গণতন্ত্রের উৎসবে উৎসাহী অসম-চিনা সম্প্রদায়

মাত্র ৫০টি পরিবারের ভোট নিয়ে মাথাব্যথা নেই নেতাদের৷ The post সরকার গঠনে নগণ্য হয়েও গণতন্ত্রের উৎসবে উৎসাহী অসম-চিনা সম্প্রদায় appeared first on Sangbad Pratidin.
Posted: 05:51 PM Apr 09, 2019Updated: 02:27 PM Apr 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকার গঠনে তাঁদের সমর্থনের ধার ধারে না কেউ৷ স্বল্প সংখ্যক ভোটের কোনও গুরুত্ব নেই কোনও দলের কাছেই৷ তবু ফি বছর গণতন্ত্রের উৎসবে যোগ দিতে উৎসাহের অন্ত নেই অসমবাসী চিনা সম্প্রদায়ের মানুষজনের কাছে৷ এবারও আগ্রহ তাঁদের তুঙ্গে৷ ইভিএম-এর বোতাম টিপে আঙুলে কালি লাগাতে ভোর ভোরই বেরিয়ে পড়বেন৷

Advertisement

                                                 [ আরও পড়ুন : কাশ্মীরে আরএসএস নেতাকে গুলি বন্দুকবাজের, নিহত পুলিশকর্মী-সহ ২]

সেই ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের সময় ব্রিটিশ সরকারের বদান্যতায় চিনের সীমান্ত পেরিয়ে ভারতে কাজের জন্য এসেছিলেন কয়েকজন৷ চা বাগানে কাজ করার জন্য তাঁদের প্রায় জোর করেই আনা হয়েছিল৷ তারপর হোয়াংহো, ব্রহ্মপুত্র দিয়ে গড়িয়ে গেছে অনেক জল৷ অনেকেই রয়ে গিয়েছেন ভারতে৷ আশ্রয় নিয়েছেন অসম সীমান্ত ঘেঁষা এলাকায়৷ বিয়ে করেছেন ভারতীয় মেয়েকে৷ বংশ পরম্পরায় এদেশেই রয়ে গিয়েছেন৷ আপার অসমের তিনসুকিয়া, পানিটোলা, ডিগবয় এলাকায় এই চিনা বংশোদ্ভূত ভারতীয়দের বাস৷ তবে সংখ্যাটা প্রায় নগণ্যই৷ রাজ্যজুড়ে এরকম পরিবারের সংখ্যা মেরেকেটে ৫০৷ সকলেই উদগ্রীব লোকসভা নির্বাচনে অংশ নিতে৷

তিনসুকিয়ায় চিনা পাত্তি নামে একটি চাইনিজ রেস্তোরাঁ চালান জন ওং৷ চিনা ভাষা নয়, চোস্ত অসমীয়াতে কথা বলেন৷ তিনি বলছেন, ‘৬০ এর দশকে আমার পূর্বপুরুষরা এখানে চলে এসেছিলেন৷ সেই থেকে আমরাও এখানে৷ আর চিনে ফিরে যাওয়ার ইচ্ছা হয়নি৷ এখন আমরা এখানকারই নাগরিক৷ মা, বাবা এখানকার একটি চাইনিজ স্কুল চালিয়েছেন৷ আমি রেস্তোরাঁ চালাই৷ আমার মায়ের বয়স ৯০ পেরিয়েছে৷ আমাদের সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বয়স্কা ভোটার মা৷’ জন আরও জানাচ্ছেন, তাঁরা এবারও ভোট দিতে মুখিয়ে রয়েছেন৷ ভাগনে রাজীব মুম্বইতে চাকরি করেন৷ কিন্তু ভোট দিতে বাড়ি ফিরবে৷ তরুণ টুং চিন থাম, অসম-চিনা সম্প্রদায়ের তৃতীয় প্রজন্ম৷ অসম পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত এবং ইংরাজির প্রশিক্ষক৷ থামের কথায়, ‘আমাদের পরিচয় দিতে গিয়ে অসমবাসী চিনা যখন বলা হয়, তখন ওটা শুধু কথার কথাই৷ এখন আর আমরা আলাদাভাবে কিছু মনে করি না৷ ভারতীয়দের সঙ্গে আমরা মিশে গিয়েছি৷ আর এখানকার উন্নয়নের সুবিধা আমরাও সমানভাবে পাই৷’ সকলেই বলছেন, এদেশের আর পাঁচজনের মতোই তাঁরা ভোট দেন৷

                                            [ আরও পড়ুন : জঙ্গিদের ডেরায় ঢুকে খতম করাই নতুন ভারতের নীতি: নরেন্দ্র মোদি]

 

এবছর অসমে জাতীয় নাগরিকপঞ্জি তৈরি হয়েছে৷ তা নিয়ে কোনও সমস্যা হয়েছে কি এই ৫০ অসম-চিনা পরিবারের? জানা গেল, এনআরসি-র কথা শুনে কিছুটা আশঙ্কাই হয়েছিল তাঁদের৷ এতদিনের বসবাস ছাড়তে হতে পারে, এই ভেবে৷ কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর দেখা গেল, আশঙ্কা অমূলক৷ প্রত্যেকের নাম রয়েছে নাগরিকপঞ্জিতে৷ তাই এবার ভোটদানের উৎসাহ আরও বেশি৷ আগামী ১১ তারিখ অসমে প্রথম দফার ভোটে সকলেই কাজ বন্ধ রেখে দাঁড়াবেন ভোটের লাইনে৷ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে সর্ববৃহৎ গণতন্ত্রের একটা ক্ষুদ্র অংশ হয়েই খুশি থাকবেন৷

The post সরকার গঠনে নগণ্য হয়েও গণতন্ত্রের উৎসবে উৎসাহী অসম-চিনা সম্প্রদায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement