shono
Advertisement

Breaking News

মৃত্যু পথে আম্মা, মদের দোকানে মানুষের ঢল

সব ছেড়ে মদের দোকানের বাইরে ভিড় কেন? The post মৃত্যু পথে আম্মা, মদের দোকানে মানুষের ঢল appeared first on Sangbad Pratidin.
Posted: 02:19 AM Dec 07, 2016Updated: 09:01 PM Dec 06, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত রবিবারই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে আম্মার। তাঁর হৃদরোগে আক্রান্ত হওয়ার পরই পালিত হচ্ছে অঘোষিত বনধ। জয়ললিতার চলে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তামিলনাড়ুবাসী।

Advertisement

গতকাল অর্থাৎ সোমবার যখন আম্মার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তখনই এক এক করে স্কুল কলেজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দোকান-পাট বন্ধ হতে থাকে দ্রুত। তখন কেবল মানুষের একটাই আর্তি, “আম্মা যেন দ্রুত সুস্থ হয়ে যান।” চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সামনে তখন মানুষের ঢল। আম্মার আরোগ্য কামনায় একদল মানুষ যখন মন্দিরে পুজো দিচ্ছেন, মানসিক করছেন, ঠিক তখনই দোকান-পাট বন্ধ হয়ে যাওয়ার ভয়ে তামিলনাড়ুর একদল মানুষ দোকানের বাইরে লাইন দিলেন।

অস্বাভাবিক লাগছে? যেমন তেমন দোকানের লাইন নয়। রীতিমতো মদের দোকানের বাইরে লাইন দেখা গেল আম্মার মারা যাওয়ার দিন। আম্মার মৃত্যুকে কেন্দ্র করে একদিকে যখন উত্তাল গোটা দেশ তখনই সপ্তাহের মদ জোগাড় করতে মদের দোকানের বাইরে লাইন দিলেন শয়ে শয়ে মানুষ। তামিলনাড়ুর এমন অচেনা ছবি প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। প্রশ্ন উঠছে মানুষের মানবিকতা নিয়েও।

The post মৃত্যু পথে আম্মা, মদের দোকানে মানুষের ঢল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement