shono
Advertisement

কুৎসার বিরুদ্ধে মানুষের জয়, সুপ্রিম রায়কে স্বাগত জানিয়ে প্রতিক্রিয়া মমতার

এখনও বিকল্প রাস্তা খোলা রয়েছে, মত বিরোধীদের৷ The post কুৎসার বিরুদ্ধে মানুষের জয়, সুপ্রিম রায়কে স্বাগত জানিয়ে প্রতিক্রিয়া মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 12:23 PM Aug 24, 2018Updated: 01:07 PM Aug 24, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিস্তরীয় পঞ্চায়েত মামলায় সুপ্রিম কোর্টের রায়কে মানুষের জয় বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি একযোগে তোপ দাগলেন তিন বিরোধী সিপিএম, বিজেপি ও কংগ্রেসকে৷ জানালেন, বিরোধীদের করা কুৎসার বিরুদ্ধে রায় দিয়েছে শীর্ষ আদালত৷ জয়ী হয়েছেন রাজ্যের সাধারণ মানুষ৷ এই রায় বিরোধীদের মোক্ষম জবাব বলে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা এই মামলার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি রায়কে স্বাগত জানালেও ২০১৯-এ আরও কড়া লড়াইয়ের বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷

Advertisement

[ইউজিসি-র নির্দেশিকা উড়িয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ে রমরমিয়ে চলছে জাঙ্ক ফুড]

শুক্রবার রায় ঘোষণা হওয়ার পরে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান, এক সপ্তাহের মধ্যে বোর্ড গঠনের কাজ শুরু হয়ে যাবে৷ আরও আট থেকে নয়টি পাইলট প্রজেক্টে প্রথম হবে রাজ্য সরকার৷ জানা গিয়েছে রায় ঘোষণার পর ইতিমধ্যেই তৎপর হয়েছে পঞ্চায়েত দপ্তর৷ পাশাপাশি পঞ্চায়েত মন্ত্রী আক্রমণ করেন বিরোধীদেরও৷ বলেন, থোঁতা মুখ ভোঁতা হয়ে গিয়েছে৷ বিরাশি সিক্কার চড় খেয়েছে বিরোধীরা৷ এই মামলা-মোকদ্দমার মাধ্যমে রাজ্যের উন্নয়নের কাজকে বাধা দেওয়া চেষ্টা করেছে বিরোধীরা৷ এমনই অভিযোগ করেছেন পঞ্চায়েত মন্ত্রী৷ শীর্ষ আদালত রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সওয়ালকে মান্যতা দেওয়ায় বেজায় খুশি বলে জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, প্রথম থেকে যে যুক্তিতে তিনি লড়াই করে আসছিলেন সেই যুক্তিই মান্যতা পেয়েছে এই রায়ে৷ এই রায় বিরোধীদের চরম হার৷ কেবল বিরোধীদেরই নয়, দলের মধ্যে তাঁর সমালোচকদেরও একহাত নিয়েছেন তৃণমূল কংগ্রেসে এই সাংসদ৷ জানান, এই মামলায় তাঁর সওয়াল-জবাব নিয়ে দলের অনেকেই প্রশ্ন তোলে৷ শুক্রবার শীর্ষ আদালতের রায় তাঁদের কাছেও কড়া জবাব বলে জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷

সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ জানিয়েছেন, শীর্ষ আদালতের রায় শিরধার্য৷ তবে রাজ্য সরকার ও কমিশনের সমালোচনা করতেও পিছপা হননি তিনি৷ বলেন, এখানে যে হিংসা হয়েছে তা আদালত স্বীকার করে নিয়েছে৷ সেজন্যই, ফল ঘোষণার ত্রিশ দিনের মধ্যে নিম্ন আদালতে মামলা করার বিকল্প পথ খোলা রেখেছে শীর্ষ আদালত৷ হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ২০১৯-এ লোকসভা নির্বাচনে আসল লড়াই হবে৷ তখন বাংলার মানুষ তাঁদের আসল রায় দেবেন৷ এবারের মতোই গেরুয়া শিবির আবার নিম্ন আদালতে যাবে কিনা সেই বিষয়ে এখনও কিছু ভাবা হয়নি বলে জানিয়েছেন দিলীপ ঘোষ৷ রায় প্রসঙ্গে, কার্যত পদ্ম শিবিরের সুরেই সুর মিলিয়েছে বঙ্গ সিপিএমও৷ দলের বিধায়ক তথা বিধানসভার পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, এই রায়ে তৃণমূল কংগ্রেসের উৎসাহের কোনও কারণ হতে পারে না৷ শীর্ষ আদালত এখনও অন্যত্র মামলার রাস্তা খোলা রেখেছে৷ রায়কে স্বাগত জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বলেন, শীর্ষ আদালত তাঁদের নিয়ম মেনে রায় দিয়েছে৷ কিন্তু ৩৪ শতাংশ আসনে প্রার্থী দিতে পারেননি বিরোধীরা এবং মানুষ ভোটে অংশগ্রহণ করতে পারেননি এটাও সত্য ঘটনা৷

[অটোর দাদাগিরি রুখতে এবার পাঁচ মিনিটে বাস, উল্টোডাঙায় নতুন দাওয়াই]

উল্লেখ্য, পঞ্চায়েত মামলায় রাজ্যের পক্ষেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷ কোনও আসনেই ফের ভোট নয়, শুক্রবার তা জানিয়েছে শীর্ষ আদালত৷ প্রধান বিচারপতি দীপক মিশ্রর তিন সদস্যের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে৷ এদিন শীর্ষ আদালত জানায়, বিনা লড়াইয়ে জেতা আসনগুলির আনুষ্ঠানিক ফল ঘোষণা করতে পারবে রাজ্য নির্বাচন কমিশন৷ পাশাপাশি, এদিন কলকাতা হাই কোর্টের ই-মনোনয়নের নির্দেশও বাতিল করে শীর্ষ আদালত৷ তবে এক্ষেত্রে বিরোধী প্রার্থীদের জন্য একটি পথ খোলা রেখেছে সুপ্রিম কোর্ট৷ আদালত জানাল, ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে ট্রাইবুনালে বা নিন্ম আদালতে আপিল করতে পারবেন তাঁরা৷

The post কুৎসার বিরুদ্ধে মানুষের জয়, সুপ্রিম রায়কে স্বাগত জানিয়ে প্রতিক্রিয়া মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement