shono
Advertisement

‘চোরদের দলে রাখব না’, কাউন্সিলরদের বৈঠকে ফের চূড়ান্ত হুঁশিয়ারি মমতার

কাউন্সিলরদের পারফরম্যান্সের ভিত্তিতে আগামী পুরভোটে টিকিট, ঘোষণা মমতার৷ The post ‘চোরদের দলে রাখব না’, কাউন্সিলরদের বৈঠকে ফের চূড়ান্ত হুঁশিয়ারি মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 02:03 PM Jun 18, 2019Updated: 02:16 PM Jun 18, 2019

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: দলের ভুল ছিল অনেক৷ সেসব দ্রুত শুধরে ফের লড়াইয়ে ফিরতে হবে৷ জনগণের সম্পত্তিকে নিজের নামে করে নেওয়ার মতো অপরাধে যথাযোগ্য শাস্তি হবে৷ মঙ্গলবার নজরুল মঞ্চে রাজ্যের কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে এমনই কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্পষ্ট বললেন, ‘চুরি করে দলবদলের খেলা খেললে, ছাড় পাবেন না কেউ৷ কাউন্সিলরদের পারফরম্যান্স দেখে, হাতে হাতে টিকিট দেওয়া হবে৷’

Advertisement

[আরও পড়ুন: দুষ্কৃতী দৌরাত্ম্যের প্রতিবাদে দমদমে বন্ধ অটো, দুর্ভোগে যাত্রীরা]

লোকসভা ভোট শেষ হতে না হতেই রাজ্যে আসন্ন পুরভোট৷ ইতিমধ্যেই লোকসভার ফলাফলের নিরিখে বিভিন্ন পুরসভায় ভাঙন স্পষ্ট৷ ভাটপাড়া, কাঁচরাপাড়া, নৈহাটি, গাড়ুলিয়া, বনগাঁ-সহ উত্তর ২৪ পরগনার বহু পুরসভা থেকে কাউন্সিলররা নাম লিখিয়েছেন বিজেপিতে৷ বকলমে সেসব পুরসভা বিজেপির দখলেই চলে গিয়েছে৷ এসব দেখে নড়েচড়ে বসেছেন দল৷ ভাঙন রুখতেই এদিন কাউন্সিলরদের নজরুল মঞ্চের আলোচনায় ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেখানেই দিলেন কড়া দাওয়াই৷

সদ্যসমাপ্ত ভোটে নিজের নিজের এলাকা থেকে প্রার্থীদের জেতানোর দায়িত্ব ছিল কাউন্সিলরদের উপর৷ যারা সরাসরি এলাকাবাসীর সঙ্গে জনসংযোগের কাজ, উন্নয়নের কাজ করে থাকেন৷ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বারবার করে সকলকে সতর্ক করেছিলেন, নিজের ওয়ার্ডে প্রার্থীকে লিড দেওয়া একটা চ্যালেঞ্জ৷ কিন্তু ভোটের ফলাফলের পর দেখা গিয়েছে, অনেক জায়গাতেই ভরাডুবি৷ আর তাই কাউন্সিলরদের ভূমিকা নিয়ে ক্ষোভ রয়েছে দলের শীর্ষ নেতৃত্বের৷ সেসব নিয়ে আলোচনা করতেই আজকের বৈঠক৷

[আরও পড়ুন: হুডিনি হতে চেয়েছিলেন ম্যানড্রেক, রেকর্ড ভাঙতে গিয়ে দীর্ঘ মৃত্যুমিছিল]

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কাউন্সিলররা প্রোমোটিংয়ে বেশি আগ্রহী৷ অনেকে এলাকার কাজই করছেন না৷ তাতে দলের দুর্নাম হচ্ছে৷ নিজেদের নামে সম্পত্তি করে নিয়েছেন৷ ফিরহাদকে বলেছি, সবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পরীক্ষা করে দেখতে৷ যারা অন্য দলে যাওয়ার, এখনই চলে যান৷ ১ জন গেলে, ৫০০ জন তৈরি করব৷ চোরদের জায়গা নেই দলে৷’ স্বীকার করে নেন, গত বিধানসভা ভোটে বিকাশ বসুর স্ত্রী মঞ্জু বসুকে টিকিট না দেওয়া দলের ভুল হয়েছিল৷ এদিন ফের ভোটগণনায় কারচুপির অভিযোগ তুলে ইভিএমের বদলে ব্যালটে ভোট করানোর দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন বৈঠকের পর কাউন্সিলরদের উদ্দেশে একটি চিঠিও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো৷

ছবি: পিন্টু প্রধান

The post ‘চোরদের দলে রাখব না’, কাউন্সিলরদের বৈঠকে ফের চূড়ান্ত হুঁশিয়ারি মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement