অতুলচন্দ্র নাগ, ডোমকল: সোমবার সকালে শিয়ালদহ স্টেশন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। তার কয়েক ঘণ্টা আগেই রবিবার রাতে মুর্শিদাবাদের ডোমকল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। দুই ঘটনার কি কোনও যোগসূত্র আছে? বিহার থেকে সীমান্ত পেরিয়ে একাধিক অস্ত্র রাজ্যে ঢুকছে। এসটিএফ ও গোয়েন্দাদের তরফে সেই কথা জানানোও হয়েছে। কেন এত অস্ত্র বাংলায় ঢুকছে? কোনও বড় নাশকতার ছক তৈরি হচ্ছে রাজ্যে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে অস্ত্র উদ্ধারের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়ার টিকটিকিপাড়ায় বিএসএফ রাস্তার কালভার্টের কাছে। ভাসান মণ্ডল নামে এক তরুণকে সন্দেহজনকভাবে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। পুলিশের টহলদারি গাড়ি সেখানে এলে তাকে দেখে সন্দেহ হয়। পুলিশকে দেখেই ছুট লাগায় ওই তরুণ। ধাওয়া করে ওই তরুণকে পাকড়াও করেন পুলিশকর্মীরা।
তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে একটি বন্দুক। পুলিশ জানিয়েছে, একটি ৭.৬৫ এমএম দেশীয় অত্যাধুনিক ৮ ইঞ্চি লম্বা পিস্তল ছাড়াও তিন রাউন্ড তাজা গুলি-সহ একটি অতিরিক্ত ম্যাগাজিন উদ্ধার হয়েছে। এরপরেই তাকে গ্রেপ্তার করা হয়। পাচারের জন্যও কি ওই কার্তুজ ও বন্দুক নিয়ে যাওয়া হচ্ছিল? নাকি কোনও দুষ্কর্ম করার জন্য সে ওই এলাকায় এসেছিল? সেই বিষয়টি জানার চেষ্টা চলছে। ধৃতের বাড়ি টিকটিকি পাড়া এলাকায়। আজ সোমবার ধৃতকে আদালতে তোলা হত। ৫ দিনের পুলিশ হেফাজতে রাখার আবেদন জানানো হয়েছে বিচারকের কাছে।
উল্লেখ্য, ডোমকল এলাকায় এর আগেও বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, এই নিয়ে গত দু'মাসে সাগরপাড়া থানা মোট ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। গ্রেফতার হয়েছে ১৪ জন দুষ্কৃতী। ধৃত ভাসান মণ্ডল কি অস্ত্র পাচারের সঙ্গে জড়িয়ে? এই বন্দুক ও কার্তুজ এল কোথা থেকে? সেই তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিন কলকাতার শিয়ালদহ স্টেশন থেকেও বিপুল পরিমাণ অস্ত্র, কার্তুজ-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসটিএস। ধৃতের বাড়ি মালদহ জেলায়। দুটি ঘটনার কি কোনও যোগসূত্র আছে? সেই প্রশ্নও থাকছে।
গোয়েন্দা সূত্রে পাওয়া খবর অনুসারে, বিহার থেকে সীমান্ত পেরিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র ঢুকছে রাজ্যে। সাম্প্রতিক অতীতে কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় উদ্ধার হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ। রাজ্যে কেন এত অস্ত্র ঢুকছে? কোন নাশকতার ছক চলছে? কলকাতাতেই বা এত অস্ত্র ঢোকার কারণ কী? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।