shono
Advertisement
SBI mutual funds

ঝুঁকির বাজারে ভরসার জায়গা এসবিআই মিউচুয়াল ফান্ড, একনজরে ফান্ড-ফান্ডা 

লগ্নির বাজারে ক্রমে প্রথাগত বিনিয়োগের বিকল্প হয়ে উঠছে মিউচুয়াল ফান্ড।
Published By: Monishankar ChoudhuryPosted: 02:36 PM Feb 15, 2025Updated: 02:37 PM Feb 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিাল ডেস্ক: লগ্নির বাজারে ক্রমে প্রথাগত বিনিয়োগের বিকল্প হয়ে উঠছে মিউচুয়াল ফান্ড। তবে লক্ষ্মীলাভের পাশাপাশি এতে ঝুঁকিও যে বিস্তর তানিয়ে দ্বিমত নেই। সেই কারণে বিনিয়োগকারীদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়ে থাকেন লগ্নি বিশেষজ্ঞরা। এই প্রেক্ষাপটে বাজারে ভরসার জায়গা হতে পারে এসবিআই মিউচুয়াল ফান্ড। একনজরে ফান্ড-ফান্ডা: 

Advertisement

এসবিআই কন্ট্রা ফান্ড
বর্তমান বাজারের যা মেজাজ তাতে এসবিআই কন্ট্রা ফান্ডে ভাল অপশন। রিটার্ন প্রায় ২৮ শতাংশ। অর্থাৎ ৫ বছরে ১ লক্ষ টাকা বিনিয়োগে রিটার্ন আসতে পারে ৩.৪৮ লক্ষ।

এসবিআই হেলথকেয়ার অপরচুনিটিস ফান্ড
এই ফান্ডের পারফর্ম্যান্স উৎসাহ জাগাচ্ছে লগ্নিকারীদের মধ্যে। সহজ কথায়, বাজারের বর্তমা হলহকিকত দেখলে রিটার্ন আসতে পারে ২৬.৬৮ শতাংশ। অঙ্কের বাষায়, ৫ বছরে ১ লক্ষ টাকা বিনিয়োগে রিটার্ন পেতে পারেন ৩.৩৬ লক্ষ।

এসবিআই টেকনোলজি অপরচুনিটিস ফান্ড
এখানেও পাওয়া যাচ্ছে ভাল রিটার্ন। এই ফান্ড ৫ বছরের বিনিয়োগে সুদ দিচ্ছে ২৬.২৭ শতাংশ। আপনি যদি ১ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে ৩.২১ লক্ষ টাকা হাতে পেতে পারেন।

এসবিআই ম্যাগনাম মিডক্যাপ ফান্ড
এসবিআই ম্যাগনাম মিডক্যাপ ফান্ড সুদ দিচ্ছে ২৩.৬৪ শতাংশ। তবে এই সুদের হার পাওয়া যাবে ৫ বছরের জন্য বিনিয়োগে। আপনি ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে এখান থেকে রিটার্ন পাবেন ২.৮৯ লক্ষ টাকা।

এসবিআই ইনফ্রাসট্রাকচার ফান্ড
এই ফান্ড ৫ বছরে সুদ দিচ্ছে ২৩.৫১ শতাংশ। যদি আপনি ১ লক্ষ টাকা বিনিয়োগ রতে পারেন তাহলে ২.৮৭ লক্ষ টাকা হাতে পেয়ে যাবেন।

এসবিআই স্মল ক্যাপ ফান্ড
এসবিআই স্মল ক্যাপ ফান্ডে ৫ বছরের জন্য সুদের হার পাবেন ২৩.৩৮ শতাংশ করে। আপনি ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে রিটার্ন পেয়ে যেতে পারেন ২.৮৬ লক্ষ টাকা। 

 

(লগ্নির আগে বিনিয়োগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। শেয়ার বাজার ঝুঁকির জায়গা। সমস্ত বিকল্প খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নিন।)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসবিআই -এর বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে আপনি চোখ বন্ধ করে বিনিয়োগ করতে পারেন। ভাল রিটার্ন আসতে বাধ্য।
  • এসবিআই কন্ট্রা ফান্ডে ৫ বছরে সুদের হার পাবেন ২৮.৩৫ শতাংশ করে। যদি এখানে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ৩.৪৮ লক্ষ টাকা হাতে পেতে পারেন।
  • এসবিআই হেলথকেয়ার অপরচুনিটিস ফান্ড
Advertisement