কনসাম্পশন ফান্ড নিয়ে লগ্নিকারীদের আগ্রহ ছিল, আছে এবং থাকবেও। এই ধরনের থিম-নির্ভর প্রকল্পে লগ্নির উদ্দেশ্য, বেশি ক্যাপিটাল গ্রোথ আনা, যাতে ভালো রিটার্ন লগ্নিকারীদের হাতে তুলে দেওয়া যায়। বাজারের নজরকাড়া কিছু কনসাম্পশন ফান্ড সম্বন্ধে তথ্য তুলে ধরল টিম সঞ্চয়
বাজাজ ছাড়া আরও অন্তত তিনটি অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা কনসাম্পশন ফান্ডের প্রস্তাব আনছে, যা সেবির ড্রাফট অফার ডকুমেন্টের তালিকা থেকে বোঝা যাচ্ছে। এই তিনটি স্কিমের নাম হল :
১. এডেলওয়াইস কনসাম্পশন ফান্ড
২. আইটিআই ভারত কনসাম্পশন গ্রোথ ফান্ড
৩. ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কনসাম্পশন ফান্ড
এই মুহুর্তে প্রায় এক ডজন এই শ্রেণির প্রকল্প বাজারে পাওয়া যাচ্ছে। উদাহরণ হিসাবে যেগুলোর উল্লেখ করা যেতে পারে।
১. Mirae Asset Great Consumer Fund
২. Nippon India Consumption Fund
৩. SBI Consumption Opportunities Fund
৪. UTI India Consumption Fund
৫ বছরের পারফর্ম্যান্স দেখানো হয়েছে বিশেষ কয়েকটি প্রকল্পের। এই চার্টে উল্লেখিত ফান্ডগুলোর ব্যাপারে আমাদের কোনও পক্ষপাত নেই।
কনসাম্পশন ফান্ড রিটার্ন ক্যালকুলেটর : ধরা যাক আপনি প্রতিমাসে ৫,০০০ টাকা সুন্দরম কনসাম্পশন ফান্ডে সিপ করেছেন গত ৫ বছর ধরে। আপনার রিটার্ন কেমন হয়েছে, তা বোঝানোর জন্য আমরা একটি ক্যালকুলেটরের সাহায্য নিয়েছি।
মান্থলি সিপ : ৫,০০০ টাকা
সময় : ৬০ মাস
মোট ইনভেস্টমেন্ট : ৩,০০,০০০ টাকা
কারেন্ট ভ্যালু : ৫,৫২,০০০ টাকা
XIRR রিটার্ন : ২৪.৭%
মোট ক্যাপিটাল গেন : ২,৫২,০০০ টাকা
সুন্দরম মিউচুয়াল ফান্ডের মতে এই প্রকল্পের পোর্টফোলিও যথেষ্ট ডাইভারসিফায়েড। গ্রাহকরা সিপ ছাড়াও এককালীন লগ্নি করতে পারবেন। উদ্দেশ্য : কনসাম্পশন থিম-নির্ভর স্টকে লগ্নি করে যথাসম্ভব বেশি ক্যাপিটাল গ্রোথ আনা, যাতে ভালো রিটার্ন ইনভেস্টরদের হাতে তুলে দেওয়া যেতে পারে। এই বিশেষ উদাহরণে, ফান্ড ম্যানেজার প্রধানত লার্জ এবং মিড ক্যাপে বিনিয়োগ করেছেন বোঝা যাচ্ছে। প্রথম কয়েকটি হোল্ডিংয়ের মধ্যে আছে ITC, Bharti Airtel, Kalyan Jewellers, M&M, Hindustan Unilever, Titan এবং Maruti Suzuki। সেপ্টেম্বর মাসের শেষে মুখ্য সেক্টরগুলির বিন্যাস এইভাবে ছিল :
কনজ্যুমার স্টেপলস : ৩০.১১%
কনজ্যুমার ডিসক্রিশানারি : ১৭.১২%
অটোমোবাইলস : ১৪.৮১%
সবশেষে, এই জাতীয় ফান্ডে লগ্নির বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে পরামর্শদাতার সঙ্গে কথা বলা উচিত।
মিউচুয়াল ফান্ডে নিবেশ ঝুঁকিপূর্ণ। সমস্ত দলিল-দস্তাবেজ ভালো করে পড়ে তবেই সিদ্ধান্ত নেবেন।