shono
Advertisement

রামায়ণে যৌনতার সুড়সুড়ি! ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা আইনজীবীর

ছবি নিয়ে সারা দেশে নিন্দার ঝড়।
Posted: 07:58 PM Jun 24, 2023Updated: 08:01 PM Jun 24, 2023

গোবিন্দ রায়: এক ‘আদিপুরুষ’ (Adipurush) নিয়ে সারা দেশে লঙ্কাকাণ্ড। নিন্দা, সমালোচনার জেরে ছবির আয়ও মারাত্মকভাবে কমে গিয়েছে। তার উপরে আবার একের পর এক মামলা। দিল্লি, এলাহাবাদের পর এবার কলকাতা হাইকোর্টের ছবির বিরুদ্ধে অভিযোগ জানানো হল। রামায়ণের মতো মহাকাব্যের গল্পে অযথা যৌনতার সুড়সুড়ি দেওয়া হয়েছে, এই অভিযোগ আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী তন্ময় বসু।

Advertisement

বিচারপতি টি. এস. শিবাগনানাম ও বিচারপতি অজয়কুমার গুপ্তার এজলাসে এই মামলা দাখিল হয়েছে। তন্ময় বসুর অভিযোগ, রামায়ণের মতো মহাকাব্যকে ‘আদিপুরুষ’ সিনেমায় বিকৃত করা হয়েছে। আর যে নারী চরিত্রদের মাতৃজ্ঞানে শ্রদ্ধা করা হয় তাঁদের অশালীন পোশাকে দেখানো হয়েছে।

[আরও পড়ুন: ‘লাল সিং চাড্ডা’ না ‘বাঘাযতীন’! নিন্দুকদের কাঠগড়ায় দেবের নয়া লুক]

প্রসঙ্গত, ‘আদিপুরুষ’-এর সংলাপ নিয়েও আপত্তি উঠেছিল। তা পরে পালটে দেওয়া হয়। তন্ময় বসুর অভিযোগ, সেগুলি জোড়াতাপ্পি দেওয়ার মতো কাজ করা হয়েছে। আর এমন সিনেমা তৈরি করে হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হয়েছে। ইতিমধ্যেই নেপালে প্রভাস-কৃতীর ‘আদিপুরুষ’ ছবি নিষিদ্ধ করা হয়েছে। সে বিষয়ও এই অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমন ছবির প্রদর্শন বন্ধ হওয়া উচিত বলেও জানানো হয়েছে।

“‘আদিপুরুষ’-এ রাম, রামায়ণ-এর অপমান”- অভিযোগ তুলে দিন কয়েক আগেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল হিন্দু সেনা। এলাহাবাদ উচ্চ আদালতে দায়ের হয়েছে আরও একটি জনস্বার্থ মামলা। সেখানে আবার অভিযোগ, “বজরংবলী এবং রাবণকে আদ্যোন্ত বিকৃত করে দেখানো হয়েছে। এবার কলকাতা হাইকোর্টের এই মামলার শুনানি আগামী মঙ্গলবার ধার্য করা হয়েছে।

[আরও পড়ুন: বাড়ি হাতাতে ছেলে-বউমার লাগাতার অত্যাচার, মারধর! পুলিশের দ্বারস্থ বর্ষীয়ান অভিনেত্রী]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার