shono
Advertisement

এবার তামিলনাড়ুর রাজভবনে ছোড়া হল পেট্রল বোমা, রাজ্যপালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

স্ট্যালিন সরকারকে তুলোধোনা বিজেপির।
Posted: 07:02 PM Oct 25, 2023Updated: 07:32 PM Oct 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর রাজভবনের গেট লক্ষ্য করে পেট্রল বোমা ছোড়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনায় প্রশ্ন উঠছে রাজ্যপালের নিরাপত্তা নিয়েও।

Advertisement

এএনআই সূত্রে খবর, বুধবার দুপুর পৌনে ৩টে নাগাদ তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবির (Governor RN Ravi) সরকারি বাসভবনের সামনে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, কারুকা বিনোথ নামে এক ব্যক্তি রাজভবনের মূল ফটকের সামনে দুটি পেট্রল বোমা ছোড়ে। বিনোথ প্রথমে সাইদাপেট কোর্ট চত্বরে পার্ক করা মোটরসাইকেল থেকে পেট্রল চুরি করে। তার পর সেটি বোতলে ভরে, আগুন ধরিয়ে ছোড়ে। আরও দুটি বোতল ছোড়ার আগে মূল গেটের সামনে পাহারায় থাকা পুলিশকর্মীরা তাকে ধরে ফেলে।

[আরও পড়ুন: তাওয়াং সীমান্তে সেনা মোতায়েন করছে চিন! উপগ্রহ চিত্র ঘিরে চাঞ্চল্য]

তবে এই প্রথমবার নয়। এর আগেও এমন কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত। ২০২২ সালে চেন্নাইয়ে বিজেপির (BJP) কার্যালয়ে পেট্রল বোমা ছুড়েছিল সে। তখন তাকে গ্রেপ্তার করে পুলিশ। হাজতবাসও হয়। মাত্র তিনদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল বিনোথ। এই ঘটনায় গেরুয়া শিবির ক্ষোভ উগরে দিয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সরকারের বিরুদ্ধে।

এই বিষয়ে তামিলনাড়ুর (Tamil Nadu) বিজেপি সভাপতি কে আন্নামালাই এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজকে রাজভবনে বোমা ছোড়ার ঘটনা ঘটেছে। যা তামিলনাড়ুর বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে তুলে ধরছে। ডিএমকে সরকার এখন বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। অথচ অপরাধীরা রাস্তায় ঘুরে বেরোচ্ছে।” তাঁর আরও অভিযোগ, “২০২২ সালের ডিসেম্বরে চেন্নাইয়ে বিজেপি দপ্তরে যে ব্যক্তি হামলা চালিয়েছিল, সেই ব্যক্তিই আজকে রাজভবনে হামলা চালিয়েছে। একই ঘটনা বারবার ঘটছে। যার ফলে বোঝা যাচ্ছে ডিএমকে সরকারের মদতেই এগুলো হচ্ছে।” ফলে এদিনের ঘটনাকে কেন্দ্র করে আরও একবার বিরোধী শিবিরকে নিশানা করল শাসকদল।  

[আরও পড়ুন: শুধু রাম মন্দির নয়, অযোধ্যায় মসজিদের শিলান্যাসও হোক মোদির হাতে, চাইছে মুসলিম পক্ষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement