সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে ভোট মিটেছে সপ্তাহখানেক আগে। কাকতালীয়ভাবে পেট্রল-ডিজেলের দামও বাড়া শুরু হয়েছে সাতদিন আগে থেকেই। আর এই সাতদিনের টানা মূল্যবৃদ্ধির জেরে এবার সর্বকালের রেকর্ডও ভেঙে দিল পেট্রল, ডিজেল। রবিবার নয়াদিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম গিয়ে দাঁড়ায় ৭৬ টাকা ২৪ পয়সা। ডিজেলের দাম গিয়ে দাঁড়ায় ৬৭ টাকা ৫৭ পয়সা। জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলির সংগঠনের দাবি, আন্তর্জাতিক বাজারে চার সপ্তাহ টানা বাড়ছে অশোধিত তেলের দাম, তার জেরেই বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে পেট্রল, ডিজেলের। আজ সকালেও পেট্রলে লিটারপ্রতি ৩৩ পয়সা এবং ডিজেলে লিটারপ্রতি ২৬ পয়সা দাম বাড়ানো হয়েছে।গতবছরের জুন মাসে প্রতিদিন পেট্রল-ডিজেলের দাম পরিবর্তনের সিদ্ধান্ত লাগু করে কেন্দ্রীয় সরকার। তারপর থেকে আজকেই সবচেয়ে বেশি বেড়েছে দাম।
[মোদির রাজ্যে নোটের বৃষ্টি, গানের অনুষ্ঠানে নগদে উড়ল ৫০ লক্ষ টাকা]
শহর কলকাতার ছবিটা আরও ভয়াবহ। কলকাতায় আজ পেট্রলের দাম ৭৮ টাকা ৯১ পয়সা। ডিজেলের দাম ৭১ টাকা ৩২ পয়সা। দেশের মধ্য পেট্রল সবচেয়ে দামি মুম্বইয়ে। বাণিজ্য নগরীতে আজ পেট্রলের দাম ৮৪ টাকা ০৭ পয়সা। ডিজেলের দাম সবচেয়ে বেশি হায়দরাবাদে। নিজামের শহরে আজ পেট্রলের দাম ছিল ৭৩ টাকা ৪৫ পয়সা। কর্ণাটকের ভোট শেষ হওয়ার পরই পেট্রল-ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেই ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান ওয়েল এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মত আধা সরকারি সংস্থাগুলি। সংস্থাগুলির দাবি, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধি এবং ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়া সম্মিলিতভাবে প্রায় ৫০০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের।
[দেশে প্রথম কোনও ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করল বিমান সংস্থা, কেন জানেন?]
এর আগে জ্বালানির দাম রেকর্ড বৃদ্ধি পেয়েছিল ইউপিএ-টু সরকারের শেষবছরে, অর্থাৎ ২০১৩-র সেপ্টেম্বর মাসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোটপ্রচারের এজেন্ডায় ছিল জ্বালানির মূল্যবৃদ্ধি। বিজেপি ক্ষমতায় আসার পর সুবিধাও পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক বাজারে প্রায় অর্ধেকে নেমে এসেছিল অশোধিত তেলের দাম। তাঁর প্রভাব অবশ্য এদেশে পড়েনি, কারণ সেসময় মোদি সরকার তেলের পিছনে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নয়। পরিসংখ্যান বলছে, ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০১৬-র জানুয়ারি পর্যন্ত এই ১৫ মাসের মধ্যে মোট ১১ বার এক্সাইজ ডিউটি বা শুল্ক বাড়িয়েছিল কেন্দ্র। এই ১৫ মাসে পেট্রলে শুল্ক বেড়েছিল ১১২ টাকা ৪৭ পয়সা, আর ডিজেলে বেড়েছিল ১৩ টাকা ৪৭ পয়সা। এরপর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার বাড়তে শুরু করলেও শুল্ক আর কমায়নি কেন্দ্র। গত দু বছরে জ্বালানিতে শুল্ক কমানো হয়েছে মাত্র ১ বার তাও লিটারপ্রতি ২ টাকা করে। অর্থনীতিবিদদের একাংশ বলছে, কেন্দ্রের এই শুল্কনীতির জন্যই আজ আকাশছোঁয়া জ্বালানি।
The post কর্ণাটকে ভোট মিটতেই চেনা ফর্মে জ্বালানি, সর্বকালের রেকর্ড দাম পেট্রল-ডিজেলের appeared first on Sangbad Pratidin.