Advertisement
'রক্তবীজ ২' মুক্তির আগে ছুটির মেজাজে মিমি, বিদেশে কেমন কাটছে নায়িকার অবসর যাপন?
বিদেশের অলিগলি এক্সপ্লোর করছেন নায়িকা।
আগামী পুজোতেই তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'রক্তবীজ ২' মুক্তি। ছবির প্রচারের ব্যস্ততাত শুরুর আগে এক্কেবারে ছুটির মেজাজে ধরা দিলেন মিমি চক্রবর্তী।
পর্দায় সংযুক্তা হয়ে এর আগে 'রক্তবীজ' ছবিতে তাক লাগিয়েছিলেন তিনি দর্শককে। এবার ছবির টিজার প্রকাশ্যে আসতে তাঁকে বিকিনি লুকে দেখার পর রীতিমতো চমকে গিয়েছেন দর্শক।
সবুজ পোশাকে ছুটির মেজাজে ধরা দিলেন নায়িকা। আর তাঁর এই ছবি সোশাল মিডিয়ায় দেখে তা রীতিমতো ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শক।
বেশ কিছুদিন আগেই বন্ধুদের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটিয়ে ফিরেছিলেন মিমি। সেই ছবিও সোশাল মিডিয়ায় তুলে ধরেছিলেন।
Published By: Arani BhattacharyaPosted: 09:34 PM Aug 19, 2025Updated: 09:43 PM Aug 19, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
