Advertisement
মনোকিনিতে লাস্যময়ী সায়ন্তনী, কঠিন পরিশ্রমে ১০ কেজি ওজন কমিয়ে ফিরলেন স্বরূপে
কীভাবে স্বমহিমায় ফিরলেন সায়ন্তনী?
গত বছর বেশকিছু শারীরিক জটিলতার কারণে কাজ থেকে কিছুটা দূরে তো ছিলেনই একইসঙ্গে চিকিৎসাকালীন সময়ে বেশ কিছুটা ওজনও বেড়েছিল তাঁর।
সোশাল মিডিয়ায় তিনি বরাবরই বেশ অ্যাক্টিভ। তবে এইসময় একটু বিরতি নিয়েছিলেন। বলা ভালো নিজের পছন্দের পোশাক পরে মনের মতো ফটোশুট করা থেকে বিরত ছিলেন।
কিন্তু একটু সুস্থ হতেই সমস্ত নেগেটিভিটিকে তুড়ি মেরে উড়িয়ে স্বমহিমায় ফিরলেন সায়ন্তনী। যেন দেখিয়ে দিলেন 'এভাবেও ফিরে আসা যায়।'
রীতিমতো শরীরচর্চা করে ১০ কেজি ওজন ঝরিয়েছেন তিনি। আর নিজের সেই লক্ষ্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তিনি তাঁর টিম নিয়ে পৌঁছে গিয়েছিলেন টাকী।
Published By: Arani BhattacharyaPosted: 06:47 PM Aug 24, 2025Updated: 06:47 PM Aug 24, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
