-
- ফটো গ্যালারি
- এক নজরে
- At christmas people flock from victoria to alipore zoo picnic in maidan in kolkata
জিঙ্গল বেলস... ময়দান-চিড়িয়াখানায় পিকনিক, পার্ক স্ট্রিটে জনজোয়ার, রইল বড়দিনের অ্যালবাম
বড়দিনে ভিক্টোরিয়ায় থিকথিকে ভিড়।
Tap to expand
বড়দিন উপলক্ষে সকাল থেকেই উৎসবের মেজাজে গোটা রাজ্য। কলকাতাতেও রাস্তায় নেমে পড়েছেন উৎসাহী মানুষজন। ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, ময়দানে ভিড় করেন আট থেকে আশি। নিজস্ব চিত্র
Tap to expand
কলকাতাই শুধু নয়। দূরদূরান্ত থেকে অনেকেই বিড়লা তারামণ্ডল, ভিক্টোরিয়া, যাদুঘর-সহ অন্যান্য জায়গায় ঘুরতে গিয়েছিলেন। এবারের বড়দিন ১০ বছরের উষ্ণতম দিন। তেমন শীত না থাকলে কী হবে, ভরপুর উৎসাহ দিনভর দেখা গেল সাধারণ মানুষের মধ্যে। নিজস্ব চিত্র
Tap to expand
ভিক্টোরিয়া যাওয়ার রাস্তায় কোলে চড়েই ঘুরছে এক খুদে। অনেকক্ষণ ঘুরে কি সামান্য ক্লান্ত সে? নিজস্ব চিত্র
Tap to expand
ময়দানে ঘোড়ার পিঠে চেপে আহ্লাদি এক ছোট্ট খুদে। কোথাও আবার চলচে পিকনিক, ব্যাডমিন্টন খেলা। নিজস্ব চিত্র
Tap to expand
ভিক্টোরিয়ায় ঢোকার জন্য লম্বা লাইন। সান্তার মুখোশ পরেই বাবা-মায়ের সঙ্গে সেই লাইনে দাঁড়িয়ে কিশোর। নিজস্ব চিত্র
Tap to expand
চিড়িয়াখানা থেকে ময়দান, ভিক্টোরিয়া থেকে বো বারাক। সর্বত্র লোকে লোকারণ্য। ঘুরে ঘুরে ক্লান্ত খুদে। বাবার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে কাদা একরত্তি। নিজস্ব চিত্র
Tap to expand
বড়দিনে ভিক্টোরিয়ায় থিকথিকে ভিড়। বাইরে বেলুন, খেলনার পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সেখানেই খেলনা পছন্দ করছে এক শিশু। নিজস্ব চিত্র
Tap to expand
বড়দিনে ময়দানে দেদার ভিড়। অনেকেই খাবার-দাবার নিয়ে হাজির সেখানে। সামান্য রোদে পিঠ রেখেই পিকনিকের মেজাজে নানা পরিবার। নিজস্ব চিত্র
Tap to expand
সকালেই বাবা-মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়া। সামান্য বিশ্রামের জন্য ভিক্টোরিয়ার বাইরের দরজার উপরেই বসল খুদে। দুই দিকে দুই ভরসার জন, বাবা-মা। নিজস্ব চিত্র
Tap to expand
বড়দিনে কলকাতা ময়দানে যেন মেলা বসেছিল। সেখানেই নাগরদোলায় চেপে হুল্লোড় তিন খুদে-সহ নাগরিকের। নিজস্ব চিত্র
Tap to expand
বড়দিনের সন্ধ্যা থেকেই মানুষের ভিড় বাড়তে থাকে পার্ক স্ট্রিটে। রাত বাড়তেই জনস্রোত। পুলিশের কড়া নিরাপত্তা। নিজস্ব চিত্র
Published By: Suhrid DasPosted: 09:00 PM Dec 25, 2024Updated: 09:00 PM Dec 25, 2024
বড়দিনে ভিক্টোরিয়ায় থিকথিকে ভিড়।