-
- ফটো গ্যালারি
- এক নজরে
- Many celebrities attended pv sindhu marriage reception and here is the menu
বিমানে আলাপ, প্রথম দেখায় প্রেম, সিন্ধু-ভেঙ্কটের হায়দরাবাদের রিসেপশনে চাঁদের হাট
কী ছিল সিন্ধু-ভেঙ্কটের রিসেপশনের মেনুতে?
Tap to expand
গত রবিবার উদয়পুরে রবিবাসরীয় সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভেঙ্কটের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন পিভি সিন্ধু।
Tap to expand
মঙ্গলবার সিন্ধুর নিজের শহর হায়দরাবাদে বসেছিল রিসেপশনের আসর। সেখানে একেবারে চাঁদের হাট। অভিনেতা চিরঞ্জীবী, নাগার্জুন, অজিত কুমার, এইচএস প্রণয়ের মতো টেনিস তারকা, কে নেই সেখানে?
Tap to expand
গত ৩ ডিসেম্বর সিন্ধু বিয়ের সুখবর দিয়েছিলেন। তার পরই ঘরোয়া অনুষ্ঠানে ভেঙ্কটের সঙ্গে বাগদান পর্ব সারেন তিনি। ২০২২-এ দুজনের আলাপ বিমান সফরে। আর প্রথম দেখাতেই প্রেম। যত সময় গড়িয়েছে, তত ঘনিষ্ঠতা বেড়েছে দুজনের।
Tap to expand
অবশেষে ২২ ডিসেম্বর চার হাত এক হয়। বিয়ের দিন সব্যসাচী ও মণীশ মলহোত্রার পোশাকে সেজে উঠেছিলেন নবদম্পতি। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শিখাওয়াত তাঁদের বিয়ের ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়।
Tap to expand
হায়দরাবাদের গচ্চিবৌলির কাছে আনভয়া কনভেনশন সেন্টারে বসেছিল রিসেপশনের আসর। ফাল্গুনী শেনের লেহেঙ্গায় সেজেছিলেন অলিম্পিকে পদকজয়ী শাটলার। সেখানে উপস্থিত ছিলেন নাগার্জুন, চিরঞ্জীবী, অজিত কুমারের মতো বর্ষীয়ান তারকারা।
Tap to expand
হাজির হয়েছিলেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। শুধু রুপোলি পর্দার তারকারা নন, সিন্ধু-ভেঙ্কটের রিসেপশনে এসেছিলেন ক্রীড়াবিদরাও। ব্যাডমিন্টন তারকা এইচএস প্রণয়, তানিশা ক্রেস্টোও হাজির ছিলেন।
Tap to expand
কী ছিল রিসেপশনের মেনুতে? জানা যাচ্ছে, দক্ষিণী বিভিন্ন পদ ছিল। হায়দরাবাদের বিখ্যাত বিরিয়ানি তো ছিলই, সঙ্গে নন-ভেজও ছিল। এছাড়া চিকেন-মাটনও ছিল, সঙ্গে আট-দশ রকমের মিষ্টিও পড়েছে অতিথিদের পাতে।
Tap to expand
পসিডেক্স টেকনোলজি নামে এক তথ্যপ্রযুক্তি সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কর্মরত সিন্ধুর স্বামী ভেঙ্কট। কেরিয়ারের একেবারে শুরুর দিকে তিনি জেএসডব্লিউর ইন হাউস কনসালট্যান্ট হিসাবে ইন্টার্নশিপ করেছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের মালিক জেএসডব্লিউ। ফলে ক্রিকেটের সঙ্গেও যোগাযোগ আছে তাঁর।
Published By: Arpan DasPosted: 01:38 PM Dec 25, 2024Updated: 01:38 PM Dec 25, 2024
কী ছিল সিন্ধু-ভেঙ্কটের রিসেপশনের মেনুতে?