রামধনু অন্তর্বাসে পুনম, শান্তির বার্তা অনন্যার, যোগের মায়ায় আচ্ছন্ন তারকারা
আন্তর্জাতিক যোগ দিবসে শিল্পা বুঝিয়েছেন নিঃশ্বাস ও প্রশ্বাসের গুরুত্ব।
Tap to expand
যোগের অভ্যাসেই শরীরে রোগের বিয়োগ হতে থাকবে। এই বিশ্বাসেই বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। এই অভ্যাস রয়েছে শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের।
Tap to expand
৭৫ বছর বয়সেও ফিট বলিউডের 'ড্রিম গার্ল' হেমা মালিনী। এর নেপথ্যেও যোগের অবদান রয়েছে। সাতসকালেই যোগাভ্যাস সেরেছেন প্রবীণ তারকা।
Tap to expand
মানসিক অবসাদ ও উদ্বেগেও দারুণ উপকারী যোগাসন। তাইতো আন্তর্জাতিক যোগ দিবসে শান্তির বার্তা দিয়েছেন অনন্যা পাণ্ডে।
Tap to expand
যোগ দিবসেও উষ্ণ মেজাজে পুনম পাণ্ডে। রামধনু অন্তর্বাসেই ধ্যানে বসেছিলেন সোশাল মিডিয়া তারকা। এই এক ছবিতেই ঝড় তুলেছেন নেটদুনিয়ায়।
Tap to expand
ফিটনেস সচেতন শিল্পা শেট্টি। নিয়মিত ব্যায়ামের অভিজ্ঞতা তাঁর। আন্তর্জাতিক যোগ দিবসে শিল্পা বুঝিয়েছেন নিঃশ্বাস ও প্রশ্বাসের গুরুত্ব।
Tap to expand
সদ্য ভোটে জিতে মাণ্ডির সাংসদ হয়েছেন। কাজের ব্যস্ততা রয়েছে। এর ফাঁকেও যোগ দিবস পালন করতে ভোলেননি কঙ্গনা রানাউত।
Tap to expand
যোগাভ্যাস করা এই খুদেকে চিনতে পারছেন? ইনি মনামী ঘোষ। ছোটবেলা থেকেই নিজেকে যোগাভ্যাসের মধ্যে রেখেছেন বলেই তো আজ তিনি এত ফিট।
Tap to expand
শুধু একদিন নয়, প্রতিদিন ফিট থাকার চেষ্টা করেন টোটা রায়চৌধুরী। এমন ছবি তাঁর সোশাল মিডিয়া প্রোফাইলেই পাওয়া যায়। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 03:40 PM Jun 21, 2024Updated: 04:43 PM Jun 21, 2024
আন্তর্জাতিক যোগ দিবসে শিল্পা বুঝিয়েছেন নিঃশ্বাস ও প্রশ্বাসের গুরুত্ব।