বছর শেষে ছুটির আমেজ, ভিড়ে ঠাসা দিঘা থেকে দার্জিলিং, দেখুন ছবি
উৎসবেই মজে আট থেকে আশি।
Tap to expand
২০২৪-র শেষ সূর্যোদয়। দার্জিলিংয়ের তিনচুলের গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে। ছবি: সুমিত বিশ্বাস।
Tap to expand
আট থেকে আশি সকলেই ভিড় জমিয়েছে সমুদ্র সৈকতে। নিজস্ব চিত্র
Tap to expand
শুধু দিঘা নয়, ভিড় জমেছে পশ্চিম বর্ধমানের মাইথন জলাধারের পাশেও। ছবি: মৈনাক মুখোপাধ্যায়
Tap to expand
জলাধারের পাশে হরেক খেলনার পসরা। ছবি: মৈনাক মুখোপাধ্যায়
Tap to expand
বছর শেষে দার্জিলিংয়ের ম্যালে পর্যটকদের ভিড়। ছবি: সুমিত বিশ্বাস
Tap to expand
হরেক আলোয় সেজে উঠেছে দাজ্ঞজিলিংয়ের চার্চও। ছবি: সুমিত বিশ্বাস
Tap to expand
পুরুলিয়ার বাঘমুন্ডির খয়রাবেড়ায় পর্যটকদের ভিড়। প্রতিদিন চিত্র
Tap to expand
বর্ষবরণে স্থানীয় লোকসংস্কৃতিও। মঙ্গলবার সন্ধ্যায় পুরুলিয়ার গড় পঞ্চকোটের একটি রিসোর্টে ভিড়। ছবি: সুমিত বিশ্বাস।
Published By: Paramita PaulPosted: 07:40 PM Dec 31, 2024Updated: 07:40 PM Dec 31, 2024