-
- ফটো গ্যালারি
- Mohun bagan defeats hyderabad in isl match huge celebrations on the gallery
নতুন বছরে হায়দরাবাদি বিরিয়ানি রাঁধল মোহনবাগান! রইল রঙিন গ্যালারির ঝলক
নিজামের শহরের দলকে বৃহস্পতিবার উড়িয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড।
Tap to expand
বছরের প্রথম ম্যাচে হায়দরাবাদকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিল মোহনবাগান। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও আরও পোক্ত করে ফেলল। ‘পারফেক্ট নিউ ইয়ার গিফট’ও পেলেন সবুজ-মেরুন ভক্তরা। জয়ের খুশিতে ঝলমলিয়ে উঠল গ্যালারিও।
Tap to expand
প্রিয় দলের দেখতে যুবভারতীতে ভিড় জমিয়েছিলেন সবুজ-মেরুন ভক্তকুল। নানা রঙের টিফোয় যুবভারতী সাজিয়ে তুলেছিলেন তাঁরা। যার মধ্যে নজর কাড়ল এটি। 'গল্প হলেও সত্যি' ছবির অনুষঙ্গে হায়দরাবাদকে খোঁচা দেওয়া হয়েছে এতে।।
Tap to expand
৯ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান। ৪১ মিনিট ও ৫১ মিনিটে আসে পরের দুটো গোল। আর সেই সাফল্যের আলোয় গ্যালারি জুড়ে দেখা গেল সবুজ-মেরুন উচ্ছ্বাস।
Tap to expand
সুপারহিরোর বেশে আলবার্তো রদ্রিগেজ! মোহন-সমর্থকদের বক্তব্য, আমাদের মনের স্টার, প্রতিপক্ষের জন্য মনস্টার। এদিন গোল না পেলেও রক্ষণকে অক্ষত রাখলেন সবুজ-মেরুন ডিফেন্ডার।
Tap to expand
জাতীয় ক্লাবের কিংবদন্তি খেলোয়াড়দের স্মরণ। বর্তমানের সাফল্যকে উদযাপন করতে গিয়েও অতীতকে ভোলেননি সমর্থকরা। নতুন বছরের প্রথম ম্যাচের দিনে এভাবেই মিলেমিশে গেল কয়েক দশকের সাফল্যের খতিয়ান।
Published By: Biswadip DeyPosted: 11:38 PM Jan 02, 2025Updated: 02:57 PM Jan 03, 2025
নিজামের শহরের দলকে বৃহস্পতিবার উড়িয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড।