Advertisement
মন্দিরে পুজো দিয়ে ত্রিপুরা সফর শুরু মমতার, বানালেন সিঙারা, সাজলেন পানও
'ত্রিপুরায় এলে মনে হয় নিজের ঘরে এসেছি', বললেন তৃণমূল নেত্রী।
ইস্তেহার প্রকাশের ২৪ ঘণ্টা পর দু'দিনের সফরে ত্রিপুরায় গেলেন তৃণমূল সভানেত্রী। জনসভার পাশাপাশি পদযাত্রায় অংশ নেবেন তিনি।
'ত্রিপুরায় এলে মনে হয় নিজের ঘরে এসেছি। আমি মনে করি এটা আমার নিজের ঘর।' বিমানবন্দের দাঁড়িয়ে বললেন নেত্রী।
Published By: Paramita PaulPosted: 07:27 PM Feb 06, 2023Updated: 07:28 PM Feb 06, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
