Advertisement
দিঘার জগন্নাথধামে প্রথমবার জন্মাষ্টমীর আয়োজন, ভক্তের ঢল
মন্দির চত্বরে সকাল থেকে সন্ধে পর্যন্ত নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে।
দিঘার জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমী। কলস অভিষেকও। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট তথা দিঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমণ দাস বলেন, "সকাল থেকে শুরু হয় মঙ্গলারতি ও কীর্তন। দুপুরে প্রসাদ বিতরণ হয়। রাত ১২টায় হবে শ্রীকৃষ্ণ জন্মোৎসব পুজো।"
প্রথম জন্মাষ্টমী উপলক্ষ্যে ভক্তদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ। এবার দিঘার জগন্নাথ মন্দিরে পূণ্যস্নিগ্ধ কলস অভিষেকের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, জন্মাষ্টমীর দিন মন্দিরে শ্রীকৃষ্ণের স্নানের জল কলসে করে রাখা হবে।
সাধারণত প্রতিদিন রাত ৯ টার মধ্যেই মন্দিরের দরজা বন্ধ হয়। জন্মাষ্টমীর শুভলগ্নে রাত সাড়ে ১২টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। ভোর ৬টা থেকেই শুরু হয় দর্শনার্থীদের প্রবেশ। ভক্তরা মন্দিরের মূল দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন।
মন্দির চত্বরে সকাল থেকে সন্ধে পর্যন্ত নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত একটানা চলবে ভক্তিমূলক অনুষ্ঠান। সন্ধের পর গোটা মন্দির আলোকসজ্জায় সেজে উঠবে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন হয়েছে। ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য মন্দির চত্বরেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা থাকছে। জন্মাষ্টমীর সারাদিনই ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।
টানা তিনদিনের ছুটি কাটাতে এবং দিঘার জগন্নাথ ধামে প্রথম জন্মাষ্টমীর আনন্দ উপভোগ করতে ভিড় জমিয়েছেন বহু পর্যটক। তাই বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পর্যটকদের সমুদ্র স্নানে নজরদারির জন্যেও বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে। সমুদ্রে জেটস্কিতে চেপে নজর রাখবে পুলিশ। ওড়িশা সীমান্তে নাকা চেকিংও হচ্ছে। মন্দারমণিতেও নজরদারি শুরু করেছে পুলিশ। মেরিন ড্রাইভ ধরে লাগাতার পেট্রলিংয়ের ব্যবস্থা।
দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় বলেন, "প্রতি বছরই ১৫ অগস্ট বহু পর্যটক দিঘায় আসেন। কিন্তু এবার দিঘায় হোটেল হাউসফুল হয়ে গিয়েছে। কারণ, এই প্রথম দিঘার জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমী উদযাপন হবে। ইতিমধ্যে প্রায় সমস্ত হোটেল বুকিং হয়ে গিয়েছে।" হোটেলগুলিতে কারা আসছেন, কারা বেরোচ্ছেন তার উপরেও সাদা পোশাকে নজরদারি চালাচ্ছে পুলিশ।
Published By: Sayani SenPosted: 12:25 PM Aug 16, 2025Updated: 12:25 PM Aug 16, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
