Advertisement
মিলনের উৎসবে পাশাপাশি দুই বাংলা, 'সংবাদ প্রতিদিন'-এর ফ্রেমে এক্সক্লুসিভ ষষ্ঠীর সাজে জয়া-জীতু
'ফ্যাশন পার্বণ'-এ উৎসবের সাজে ফ্রেমবন্দি দুই বাংলার দুই তারকা।
মিলনের উৎসবে পাশাপাশি দুই বাংলা। জয়া আহসান এবং জীতু কামাল এই প্রথম একসঙ্গে। সংবাদ প্রতিদিন-এর 'ফ্যাশন পার্বণ'-এর জন্য একফ্রেমে ধরা দিলেন তারকাদ্বয়। [শুটিং স্থল: দ্য ওয়েস্টিন কলকাতা রাজারহাট, মডেল: অভিনেত্রী জয়া আহসান এবং অভিনেতা জীতু কামাল, শাড়ি এবং ধুতি-পাঞ্জাবি: প্রিয় গোপাল বিষয়ী, ব্লাউজ: পরমা, ছবি: শিলাদিত্য দত্ত, অলঙ্কার: আর্দামেন্টস, মেকআপ ও হেয়ার: বাবুসোনা সাহা এবং তনয়া সর্দার, স্টাইলিং: বিদিশা চট্টোপাধ্যায়, শুটিং কোঅর্ডিনেশন: শম্পালী মৌলিক]
ষষ্ঠীর সকালের সাজ মানেই হালকা পোশাকে প্যান্ডেল হপিং কিংবা নিখাদ আড্ডা। সেকথা মাথায় রেখেই জয়া বেছে নিয়েছেন প্রিয় গোপাল বিষয়ীর স্পেশাল আরনি সিল্ক। [শুটিং স্থল: দ্য ওয়েস্টিন কলকাতা রাজারহাট, মডেল: অভিনেত্রী জয়া আহসান এবং অভিনেতা জীতু কামাল, শাড়ি এবং ধুতি-পাঞ্জাবি: প্রিয় গোপাল বিষয়ী, ব্লাউজ: পরমা, ছবি: শিলাদিত্য দত্ত, অলঙ্কার: আর্দামেন্টস, মেকআপ ও হেয়ার: বাবুসোনা সাহা এবং তনয়া সর্দার, স্টাইলিং: বিদিশা চট্টোপাধ্যায়, শুটিং কোঅর্ডিনেশন: শম্পালী মৌলিক]
জুটিতে নজর কাড়তে হলে রং মিলান্তি পোশাকই যে বেছে নিতে হবে? সেসব ধারণা এখন অতীত। তাই কমফর্টের কথা মাথায় রেখে জীতু পরেছেন গোলাপি ডিজাইনার পাঞ্জাবি। [শুটিং স্থল: দ্য ওয়েস্টিন কলকাতা রাজারহাট, মডেল: অভিনেত্রী জয়া আহসান এবং অভিনেতা জীতু কামাল, শাড়ি এবং ধুতি-পাঞ্জাবি: প্রিয় গোপাল বিষয়ী, ব্লাউজ: পরমা, ছবি: শিলাদিত্য দত্ত, অলঙ্কার: আর্দামেন্টস, মেকআপ ও হেয়ার: বাবুসোনা সাহা এবং তনয়া সর্দার, স্টাইলিং: বিদিশা চট্টোপাধ্যায়, শুটিং কোঅর্ডিনেশন: শম্পালী মৌলিক ]
কালো শাড়ির সঙ্গে কনট্রাস্টে সাজপোশাকের ভারসাম্য বজায় রেখেছে 'পরমা'র ব্লাউজ। অভিনেত্রীর লুককে আরও নজরকাড়া করে তুলেছে 'আর্দামেন্টস'-এর অলঙ্কার। [শুটিং স্থল: দ্য ওয়েস্টিন কলকাতা রাজারহাট, মডেল: অভিনেত্রী জয়া আহসান এবং অভিনেতা জীতু কামাল, শাড়ি এবং ধুতি-পাঞ্জাবি: প্রিয় গোপাল বিষয়ী, ব্লাউজ: পরমা, ছবি: শিলাদিত্য দত্ত, অলঙ্কার: আর্দামেন্টস, মেকআপ ও হেয়ার: বাবুসোনা সাহা এবং তনয়া সর্দার, স্টাইলিং: বিদিশা চট্টোপাধ্যায়, শুটিং কোঅর্ডিনেশন: শম্পালী মৌলিক ]
জীতু অবশ্য পাঞ্জাবি-পাজামার সঙ্গে চোখে রোদচশমা রেখেছেন। কারণ প্যান্ডেল হপিং হোক কিংবা বাইরে গেট-টুগেদার, সূয্যিমামার প্রখর দৃষ্টি থেকে বাঁচতে সেটাই একমাত্র ভরসা! [শুটিং স্থল: দ্য ওয়েস্টিন কলকাতা রাজারহাট, মডেল: অভিনেত্রী জয়া আহসান এবং অভিনেতা জীতু কামাল, শাড়ি এবং ধুতি-পাঞ্জাবি: প্রিয় গোপাল বিষয়ী, ব্লাউজ: পরমা, ছবি: শিলাদিত্য দত্ত, অলঙ্কার: আর্দামেন্টস, মেকআপ ও হেয়ার: বাবুসোনা সাহা এবং তনয়া সর্দার, স্টাইলিং: বিদিশা চট্টোপাধ্যায়, শুটিং কোঅর্ডিনেশন: শম্পালী মৌলিক ]
বিদিশা চট্টোপাধ্যায়ের স্টাইলিংয়ে দুই তারকার মেকআপ এবং কেশসজ্জা সামলেছেন বাবুসোনা সাহা এবং তনয়া সর্দার। শম্পালী মৌলিকের তত্ত্বাবধানে ছবি তুলেছেন শিলাদিত্য দত্ত। [শুটিং স্থল: দ্য ওয়েস্টিন কলকাতা রাজারহাট, মডেল: অভিনেত্রী জয়া আহসান এবং অভিনেতা জীতু কামাল, শাড়ি এবং ধুতি-পাঞ্জাবি: প্রিয় গোপাল বিষয়ী, ব্লাউজ: পরমা, ছবি: শিলাদিত্য দত্ত, অলঙ্কার: আর্দামেন্টস, মেকআপ ও হেয়ার: বাবুসোনা সাহা এবং তনয়া সর্দার, স্টাইলিং: বিদিশা চট্টোপাধ্যায়, শুটিং কোঅর্ডিনেশন: শম্পালী মৌলিক ]
ছোট্ট টিপ, হালকা লিপস্টিকে ষষ্ঠীর সকালের মোকআপ হোক জয়ার মতোই অনন্যা। [শুটিং স্থল: দ্য ওয়েস্টিন কলকাতা রাজারহাট, মডেল: অভিনেত্রী জয়া আহসান এবং অভিনেতা জীতু কামাল, শাড়ি এবং ধুতি-পাঞ্জাবি: প্রিয় গোপাল বিষয়ী, ব্লাউজ: পরমা, ছবি: শিলাদিত্য দত্ত, অলঙ্কার: আর্দামেন্টস, মেকআপ ও হেয়ার: বাবুসোনা সাহা এবং তনয়া সর্দার, স্টাইলিং: বিদিশা চট্টোপাধ্যায়, শুটিং কোঅর্ডিনেশন: শম্পালী মৌলিক ]
উৎসবের সাজে জয়া আহসান, জীতু কামালের পোশাক সৌজন্যে প্রিয় গোপাল বিষয়ী। 'এক্সক্লুসিভ' সংবাদ প্রতিদিন-এ। [শুটিং স্থল: দ্য ওয়েস্টিন কলকাতা রাজারহাট, মডেল: অভিনেত্রী জয়া আহসান এবং অভিনেতা জীতু কামাল, শাড়ি এবং ধুতি-পাঞ্জাবি: প্রিয় গোপাল বিষয়ী, ব্লাউজ: পরমা, ছবি: শিলাদিত্য দত্ত, অলঙ্কার: আর্দামেন্টস, মেকআপ ও হেয়ার: বাবুসোনা সাহা এবং তনয়া সর্দার, স্টাইলিং: বিদিশা চট্টোপাধ্যায়, শুটিং কোঅর্ডিনেশন: শম্পালী মৌলিক ]
পুজোয় নজরকাড়া সাজে নিজেকে তুলে ধরতে চাইলে সপরিবারে যান প্রিয় গোপাল বিষয়ীর যে কোনও শাখায়। যেখানে আভিজাত্য বিকশিত হয় ঐতিহ্যের পরম্পরায়। [শুটিং স্থল: দ্য ওয়েস্টিন কলকাতা রাজারহাট, মডেল: অভিনেত্রী জয়া আহসান এবং অভিনেতা জীতু কামাল, শাড়ি এবং ধুতি-পাঞ্জাবি: প্রিয় গোপাল বিষয়ী, ব্লাউজ: পরমা, ছবি: শিলাদিত্য দত্ত, অলঙ্কার: আর্দামেন্টস, মেকআপ ও হেয়ার: বাবুসোনা সাহা এবং তনয়া সর্দার, স্টাইলিং: বিদিশা চট্টোপাধ্যায়, শুটিং কোঅর্ডিনেশন: শম্পালী মৌলিক]
Published By: Sandipta BhanjaPosted: 07:48 PM Aug 27, 2025Updated: 07:58 PM Aug 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
