Advertisement
তাঁবুতে দিনযাপন থেকে ৫ কোটির ফ্ল্যাট, যশস্বীর স্বপ্নের উড়ান আগামীর অনুপ্রেরণা
এই উচ্চতায় পৌঁছানো সহজ ছিল না।
একটা সময় তাঁবুতে থেকে দিন গুজরান করতে হত তাঁকে। আর এখন বিলাসবহুল ফ্ল্যাটে সপরিবারে তাঁর দিন কাটে। ক্রিকেটই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।
একেবারে সাধারণ পরিবার থেকে উঠে এসে ক্রিকেটার হয়েছেন তিনি। সেখান থেকে আইপিএল, ভারতীয় দলেও তাঁর দাপট দেখেছে ক্রিকেট দুনিয়া। জীবনের প্রবল সংগ্রামের পর এখন তিনি থাকেন মুম্বইয়ের বিলাসবহুল 5BHK ফ্ল্যাটে।
সেই ফ্ল্যাটের দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। ৫ কোটি ৩০ লক্ষ টাকা। ফ্ল্যাটটি স্বপ্নে দেখা রাজপ্রাসাদের চেয়ে কোনও অংশে কম নয়।
যশস্বীর পক্ষে এই উচ্চতায় পৌঁছানো সহজ ছিল না। উত্তরপ্রদেশের ভাদোহির বাসিন্দা তিনি। একটা সময় ফুচকা বিক্রি করে উপার্জন করতেন। মাত্র ১২ বছর বয়সে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বই এসেছিলেন।
Published By: Prasenjit DuttaPosted: 06:06 PM Aug 17, 2025Updated: 06:06 PM Aug 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
