‘গদর ২’ ব্লকবাস্টার হতেই বেপরোয়া আমিশা, উন্মুক্ত বক্ষবিভাজিকায় মাতালেন নেটপাড়া
অভিনেত্রীর কেরিয়ারে বহু বছর কোনও হিট ছিল না।
Tap to expand
কেরিয়ারে বহু বছর কোনও হিট ছিল না। ভাগ্য ফিরল ‘গদর ২’র সৌজন্যে। সাকিনা হয়ে ফের বক্স অফিসে কামাল দেখালেন আমিশা।
Tap to expand
তবে এবারে সাকিনার খোলস ছেড়ে লাস্যময়ী মেজাজে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন আমিশা। উন্মুক্ত বক্ষবিভাজিকায় মাতিয়েছেন সোশাল মিডিয়া।
Tap to expand
হৃতিকের সঙ্গে জুটি বেঁধে ‘কহোনা পেয়ার হ্যায়’ ছবিতে নজর কেড়েছিলেন আমিশা প্যাটেল। প্রথম ছবিতেই বলিউডের ‘টক অফ দ্য টাউন’ হয়ে যান তিনি।
Tap to expand
এর পর 'গদর: এক প্রেম কথা', 'হামরাজ', 'ভুল ভুলাইয়া'র মতো সিনেমায় নজর কাড়েন অভিনেত্রী। কিন্তু সময়ের সঙ্গে ফিকে হতে থাকে তাঁর অভিনয়ের জৌলুস।
Tap to expand
এর মাঝে কখনও পারিবারিক ঝামেলার জেরে আমিশার নাম খবরের শিরোনামে এসেছে। আবার কখনও প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
Tap to expand
তবে এখন 'ক্লাউড নাইন'-এ রয়েছেন আমিশা। 'গদর ২'র সাফল্য তাঁকে নতুন শুরুর সুযোগ দিয়েছে। এই সুযোগের সদ্ব্যবহার অভিনেত্রী করবেন, এমনই আশা অনুরাগীদের। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 08:40 PM Jun 15, 2024Updated: 08:40 PM Jun 15, 2024
অভিনেত্রীর কেরিয়ারে বহু বছর কোনও হিট ছিল না।