Advertisement
পুরীতে মহাসমারোহে সম্পন্ন স্নানযাত্রা, ১০৮ ঘড়া জলে গা-জুড়ালেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা
গরমে প্রবল কষ্টের পর অঙ্গ জুড়াল জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার।
গরমে প্রবল কষ্টের পর অঙ্গ জুড়াল জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার। রথের আগে জৈষ্ঠ্য মাসের পূর্ণিমায় রীতি মেনে পালিত হল জগন্নাথদেবের স্নান যাত্রা।
১০৮টি ঘড়া জল দিয়ে স্নান করানো হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার তিন বিগ্রহ। জগন্নাথ মন্দিরের উত্তর দিকে কূপ থেকে তোলা বিশুদ্ধ জল দিয়ে বিগ্রহ ধোয়ানো হয়।
প্রথমে জগন্নাথ, তারপর বলরাম ও শেষে সুভদ্রার পুজো করে স্নানের জন্য নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানের পর গজাননের পোশাকে সজ্জিত হলেন প্রভু জগন্নাথ।
সাধারণত বছরে একবার মহাপ্রভু শ্রীজগন্নাথ তাঁর ভাই-বোনদের সঙ্গে স্নান করেন। এই বিশেষ দিনটি জগন্নাথদেবের জন্মদিন হিসেবেও পালন করা হয়।
Published By: Amit Kumar DasPosted: 12:27 AM Jun 23, 2024Updated: 12:31 AM Jun 23, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ