-
- ফটো গ্যালারি
- এক নজরে
- Here are some bold pictures of kim kardashian who attended anant ambani and radhika merchants wedding
যৌন ভিডিও থেকে নগ্ন ফটোশুট, আম্বানিদের লাস্যময়ী অতিথি কিম কার্দাশিয়ানের কীর্তি জানেন?
'কার্দাশিয়ানস'-এর এই সদস্যের ইনস্টাগ্রামে কোটি কোটি ফলোয়ার।
Tap to expand
কখনও লাল টুকটুকে লেহেঙ্গায় উপচে পড়া যৌবন, আবার কখনও গ্ল্যামারাস গোলাপি পোশাকে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে নজর কেড়েছেন কিম কার্দাশিয়ান।
Tap to expand
'কার্দাশিয়ানস'-এর এই সদস্যের ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৩৬ কোটিরও বেশি। আর এ সবই গ্ল্যামার আর শরীরী মাদকতার খাতিরে।
Tap to expand
গ্ল্যামার দুনিয়ার কিম প্রথমে নজর কাড়েন ফ্যাশনিস্তা প্যারিস হিলটনের বান্ধবী হিসেবে। ২০০৬ সালে তিনি প্যারিসের স্টাইলিস্ট হিসেবেও কাজ করেছেন।
Tap to expand
২০০৭ সালে গায়ক রে জে-র সঙ্গে কিমের যৌন ভিডিও ফাঁস হয়ে যায়। ভিডিওটি ২০০৩ সালের, যখন কিম রে জে-র বোন ব্র্যান্ডির স্টাইলিস্ট হিসেবে কাজ করতেন।
Tap to expand
ভিডিওটি 'কিম কার্দাশিয়ান, সুপারস্টার' সিনেমা হিসেবে ছড়িয়ে দেওয়ার জন্য কিম ভিভিড এন্টারটেনমেন্টের বিরুদ্ধে মামলাও করেছিলেন। কিন্তু পরে মোটা অর্থের বিনিময়ে বোঝাপড়া হয়ে যায় বলেই খবর।
Tap to expand
সোশাল মিডিয়ায় আগুন ঝরাতে সিদ্ধহস্ত কিম। তাঁর শরীরী মাদকতায় বুঁদ থাকেন অনুরাগীরা। প্লেবয় ম্যাগাজিনের জন্যও ফটোশুট করেছেন কিম। নগ্ন হয়েও ক্যামেরার সামনে দিয়েছেন পোজ।
Tap to expand
একাধিক সিনেমায় অভিনয় করেছেন কিম। তবে তাঁর ও তাঁর পরিবারের জনপ্রিয়তা মূলত 'কিপিং আপ উইথ কার্দাশিয়ানস'-এর মতো রিয়ালিটি শোয়ের মাধ্যমে।
Tap to expand
একাধিক সম্পর্কে জড়িয়েছেন কিম। তাঁর প্রথম স্বামী ড্যামন থমাস। দ্বিতীয় স্বামী আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিজ। আর তৃতীয় স্বামী র্যাপার কেনি ওয়েস্ট।
Tap to expand
২০২২ সালে কেনি-কিমের বিচ্ছেদ হয়। চার সন্তান রয়েছে তাঁদের। এর পর কমেডিয়ান পিট ডেভিডসনের সঙ্গে সম্পর্কে জড়ান কিম। বর্তমানে নাকি তিনি মার্কিন ফুটবল খেলোয়াড় ওডেল বেকহ্যাম জুনিয়রের সঙ্গে সম্পর্কে রয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম ও সংগৃহীত।
Published By: Suparna MajumderPosted: 08:32 PM Jul 13, 2024Updated: 08:32 PM Jul 13, 2024
'কার্দাশিয়ানস'-এর এই সদস্যের ইনস্টাগ্রামে কোটি কোটি ফলোয়ার।