Advertisement
জুনিয়র চ্যাম্পিয়ন থেকে অলিম্পিকে সোনা, কেমন ছিল Neeraj Chopra'র সফর? দেখুন অ্যালবাম
ওজন কমাতে ভরতি হন জিমে, খেলা শুরু করেই চ্যাম্পিয়ন হয়ে ওঠেন নীরজ।
প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকের অ্যাথলেটিকসে সোনা জিতে ইতিহাস নীরজ চোপড়ার। ১৩ বছর পর ব্যক্তিগত ইভেন্টে সোনা পেল ভারত।
হরিয়ানার পানিপথের কাছে এক অখ্যাত গ্রামে জন্ম নীরজের। ছোটবেলায় ভুগেছেন স্থূলকায়ত্বের সমস্যায়। বন্ধুরা খোঁচা দিত মোটা বলে।
২০১৮ কমনওয়েলথ গেমসেও সোনা জেতেন ভারতের সোনার ছেলে। ততদিনে গোটা বিশ্বের সেরাদের তালিকায় নাম উঠে গিয়েছে তাঁর।
তাঁর সৌজন্যেই ১৩ বছর বাদে অলিম্পিক পোডিয়ামে বাজল ভারতের জাতীয় সংগীত। অলিম্পিকে সর্বকালের সেরা পারফরম্যান্স করল ভারত।
Published By: Subhajit MandalPosted: 09:09 PM Aug 07, 2021Updated: 09:26 PM Aug 07, 2021
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
