Advertisement
Advertisement
'বসন্ত এসে গেছে...', জমজমাট ভ্যালেন্টাইনস ডে, দেখুন রোম্যান্টিক সব মুহূর্তের ছবি
07:52 PM Feb 14, 2021 | Sulaya Singha
প্রেম দিবসে ভালবাসার স্মৃতিসৌধের সামনে সঙ্গীর সঙ্গে একটা সেলফি না হলে কি চলে? ইকো পার্কেও ছিল চোখে পড়ার মতো ভিড়।
আনলক পর্বে খুলেছে সিনেমা হল। আর ফেব্রুয়ারির শুরুতেই হলে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ভ্যালেন্টাইনস ডে'তে প্রাক্কালে মুক্তি পেয়েছে তিন-তিনটে বাংলা ছবি। তাই নন্দন চত্বরে যুগলদের সিনেমা দেখার হিড়িক।
ভিক্টোরিয়া মেমোরিয়াল। কাপলদের অতি প্রিয় স্থান। ঝকঝকে আকাশ আর রঙিন ফুলের সুবাসের মাঝে প্রেমের কিছু মুহূর্ত কাটানোর আনন্দই তো আলাদা।
ঘনিষ্ঠ মুহূর্তগুলো স্মৃতিতে জায়গা করে নেয়। আর চোখের সামনে জীবন্ত হয়ে থাকে ছবি। এমনও বসন্ত দিনে একফ্রেমে নিজেদের ধরে রাখতে কে না চাইবেন!
সাত পাকে বাঁধা পড়েছেন অনেকদিন। সময়ের সঙ্গে গভীর হয়েছে ভালবাসাও। তাই প্রেম দিবসে স্ত্রী গীতাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি হরভজন সিং।
কার সঙ্গে ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট করলেন বাইচুং ভুটিয়া? দেখুন।