Advertisement
জাহ্নবীর 'জলওয়া', শ্রীদেবীকন্যার শরীরী আশকারায় বুঁদ নেটদুনিয়া
জাহ্নবীর দুষ্টু ইশারায় ঘায়েল নেটপাড়া!
সম্প্রতি মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় ভারতে প্রথম ভিভিয়েন ওয়েস্টউড শো অনুষ্ঠিত হয়। সেই তারকাখচিত ফ্যাশন ইভেন্টেই নজরকাড়া সাজপোশাকে জাহ্নবী কাপুর।
এমনিতে মিষ্টি মেয়ে। তবে সোশাল মিডিয়ায় জাহ্নবী কাপুরের দুষ্টুমিতে ভরা ছবির কমতি নেই। আর তাতেই মুগ্ধ অনুরাগীরা। বছর খানেকের কেরিয়ারে বলিউডে ছবির সংখ্যা খুব বেশি না হলেও সোশাল মিডিয়ায় জাহ্নবী কাপুরের অনুরাগীর সংখ্যা নেহাত মন্দ নয়।
শ্রীদেবীকন্যা শরীরের প্রতি ভাঁজে যৌবনের উসকানি। মাঝেমধ্যেই বোল্ড ছবি দিয়ে নেটপাড়ার পারদ চড়ান নায়িকা। এবারও তেমনটাই ঘটল। 'জানু'র পরনে বডিকন ড্রেস। উর্ধ্বাঙ্গ উন্মুক্ত। চোখেমুখে দুষ্টু ইশারা! জাহ্নবীর যৌন আবেদনে ঘায়েল পুরুষ ভক্তরা।
মায়ের আদরে ও শিক্ষায় বড় হওয়া জাহ্নবীর। কিন্তু নিয়তির নিয়ম। প্রথম ছবি 'ধড়ক'-এর মুক্তির আগেই মাকে হারান অভিনেত্রী। মায়ের স্মৃতিকে সম্বল করেই বলিউডের মাটিতে নিজের জায়গা পাওয়ার চেষ্টা করে চলেছেন জাহ্নবী। আবার দাক্ষিণাত্যেও সফর শুরু করেছেন।
দক্ষিণী সুপারস্টার রামচরণের বিপরীতে অভিনয় করেছেন জাহ্নবী। এছাড়াও একাধিক বলিউড সিনেমা বর্তমানে তাঁর ঝুলিতে। অভিনয়ের পাশাপাশি নাকি চুটিয়ে প্রেমও করছেন জাহ্নবী। সূত্রের খবর মানলে, ছোটবেলার বন্ধু শিখর পাহাড়িয়াকেই মন দিয়েছেন শ্রীদেবীকন্যা। তাঁর সঙ্গেই নানা জায়গায় দেখা যায় অভিনেত্রীকে। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Sandipta BhanjaPosted: 04:42 PM Apr 05, 2025Updated: 08:15 PM Apr 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ