Advertisement
হালকা শাড়ির সঙ্গে পরুন জমকালো ব্লাউজ, আলোর উৎসবে হয়ে উঠুন মধ্যমণি
শাড়ির সঙ্গে মানানসই গয়নাগাটি পরতে ভুলবেন না।
দীপাবলির আগে নিশ্চয়ই বাড়ি সাজানোর কাজ হয়ে গিয়েছে। রাস্তাঘাটও আলো ঝলমলে। এবার পালা নিজেকে সাজানোর। শাড়ি পরবেন বলে ভাবছেন? কী পরবেন আর তার সঙ্গে মানানসই ব্লাউজই বা কী পরবেন, বুঝতে পারছেন না। তবে আপনার জন্য রইল লাস্ট মিনিট সাজেশন।
এখনও ঠান্ডার আমেজ পড়েনি। তাই ভারী শাড়ি পরে গলদঘর্ম হওয়ার ভয় পান অনেকেই। তাই অনেকে ভারী শাড়ি পরতে চান না। পরিবর্তে হালকা শাড়িতে দীপাবলিতে সেজে উঠতে পছন্দ করেন।
হালকা শাড়িতে দীপাবলিতে সকলকে অবাক করতে চাইলে ভারী কাজের ব্লাউজ পরুন। সঙ্গে মানানসই গয়নাগাটি পরতে ভুলবেন না।
নেটের উপর সুতোর কাজ করা শাড়ির সঙ্গে পাথর লাগানো ব্লাউজ পরতে পারেন। সুইটহার্ট নেকের ব্লাউজ বেছে নিতে পারেন। অবশ্যই চড়া রঙের শাড়ির সঙ্গে হালকা রঙের ব্লাউজ পরুন। নইলে সাজ মাটি হতে বাধ্য।
ব্যাকলেস নেট অথবা জারদৌসি কাজের ব্লাউজও কালীপুজোয় পরার জন্য বেছে নিতে পারেন। তবে শাড়ির কাজ যেন খুব বেশি ভারী না হয়, সেদিকে খেয়াল রাখুন। এক রঙের কোনও শাড়ির সঙ্গে এই ধরনের ব্লাউজ পরলে বেশি ভালো লাগবে।
Published By: Sayani SenPosted: 06:18 PM Oct 19, 2025Updated: 06:18 PM Oct 19, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
