Advertisement
করবা চৌথে স্ত্রী হিনার পায়ে হাত দিয়ে প্রণাম রকির, উলটপুরাণের কারণ কী?
করবা চৌথে প্রিয়াঙ্কাকে কোন চমক দিলেন নিক?
জীবনের কঠিন সময়ে সারাক্ষণ পাশে পেয়েছেন স্বামী রকি জয়সওয়ালকে। বর্তমানে 'পতি-পত্নী আউর পঙ্গা' রিয়্যালিটি শো-তে ব্যস্ত দম্পতি। ব্যস্ততা ভুলে করবা চৌথে মনের মানুষের সঙ্গে বিশেষ মুহূর্ত উদযাপন নবদম্পতির। একাধিক ছবি শেয়ার করেন তাঁরা।
স্রোতের বিপরীতে হাঁটা যেন অভ্যাস হিনার। করবা চৌথেও চিরাচরিত নিয়ম ভাঙেন রকি-হিনা। স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন রকি।
কেন এই উলটপুরাণ? রকি বলেন, "পৃথিবী শিব ও শক্তি দ্বারা পরিচালতি। তেমনই আমি যেদিন হিনাকে আমি পেয়েছি, সেদিন আমার জীবনে পূর্ণতা পেয়েছে। তুমি আমার জীবনের দেবী। অস্তিত্ব। তোমার পায়েই আমার শান্তি ও সুখ।"
কাজ থেকে আপাতত বিরতি। অন্তঃসত্ত্বা পরিণীতি দুই থেকে তিন হওয়ার প্রস্তুতিতে ব্যস্ত। করবা চৌথ পালন করলেন পরিণীতি-রাঘব।
ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেন পরিণীতি। লেখেন, "আমার চাঁদ, আমার ভালোবাসা।" চাঁদ দেখে স্বামী রাঘবের দীর্ঘায়ু কামনা করেন হবু মা।
রীতি মেনে করবা চৌথ পালন করেন প্রিয়াঙ্কা। কয়েকদিন আগে থেকে প্রস্তুতি শুরু করেছিলেন। হাতভর্তি মেহেন্দি পরার ছবি নিজেই শেয়ার করেছিলেন অভিনেত্রী। ওই মেহেন্দির নকশার মাঝে হিন্দিতে নিকের নামও দেখা গিয়েছিল।
করবা চৌথের দিন সকলকে চমক দেন নিক। নিজের ব্যস্ত শিডিউল বদলে স্ত্রী ও সন্তানের কাছে আসেন। প্রিয়াঙ্কার সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করেন।
৬০ কোটির আর্থিক জালিয়াতি মামলায় বিপাকে রাজ-শিল্পা। জটিলতার মাঝেও করবা চৌথে মাতেন তারকা দম্পতি। লাল পোশাক স্বামীর মঙ্গলকামনায় বন্ধুবান্ধবদের সঙ্গে করবা চৌথে মেতে ওঠেন শিল্পা।
Published By: Sayani SenPosted: 01:26 PM Oct 11, 2025Updated: 04:11 PM Oct 11, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
