Advertisement
Kashi Vishwanath Corridor: নতুন রূপে সেজে উঠল কাশী বিশ্বনাথ মন্দির, দেখে নিন ছবি
কালভৈরব মন্দিরে পুজো দিয়ে ২ দিনের বারাণসী সফরের সূচনা করলেন প্রধানমন্ত্রী।
কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রীকান্ত মিশ্রের সঙ্গে গর্ভগৃহে প্রবেশ করে পুজো দেবেন। তারপরই ৩৩৯ কোটি টাকার প্রকল্পের প্রথম পর্যায় করিডর প্রকল্পের উদ্বোধন করবেন। ললিতা ঘাট থেকেই প্রধানমন্ত্রী করিডরে প্রবেশ করবেন এবং কাশী বিশ্বনাথ মন্দিরের উত্তর দিকের দরজা দিয়ে মন্দিরে ঢুকবেন। গঙ্গা থেকে জল নিয়ে কাশী বিশ্বনাথ শিবলিঙ্গে জল ঢালার কথা তাঁর।
৩৩৯ কোটি টাকার প্রকল্পের এই প্রথম পর্যায়ে প্রায় ৫ লক্ষ স্কোয়্যার ফুট জায়গা জুড়ে তৈরি হওয়া মোট ২৩টি ভবনের উদ্বোধন করা হবে।
যার মধ্যে রয়েছে যাত্রী সুবিধা কেন্দ্র, পর্যটন সুবিধা কেন্দ্র, ফুড কোর্ট, টিকিট কাউন্টার, সংগ্রহশালা, পুজোর সামগ্রীর দোকান। করিডর জুড়ে রয়েছে রুদ্রাক্ষ, বায়েল, পারিজাত, আমলা ও অশোক গাছ।
Published By: Sayani SenPosted: 11:13 AM Dec 13, 2021Updated: 11:28 AM Dec 13, 2021
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ