-
- ফটো গ্যালারি
- Look how ai blends cricketers with freedom fighters
এমন হলে কেমন হত? স্বাধীনতা দিবসে AI মিলিয়ে দিল ভারতের বিপ্লবী ও ক্রিকেটারদের
AI-এর কোন কারসাজি আপনার পছন্দ হল? অবশ্যই জানান।
Tap to expand
আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সে মজে যুবপ্রজন্ম। এআইয়ের কারসাজিতে মুহূর্তে বদলে যাচ্ছে মুখ, লোকেশন থেকে সাজগোজ। কখনও দেশি বেশে ধরা দিচ্ছেন বিদেশি ক্রিকেটাররা তো কখনও মহাভারতের চরিত্র হয়ে উঠছে টলিউড কিংবা বলিউডের তারকারা। গ্রাফিক্স: অরিত্র দেব
Tap to expand
এই এআই স্রোতে গা ভাসিয়েছে 'সংবাদ প্রতিদিন' ডিজিটালও। এর আগে টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীদের মহাভারতের চরিত্রের রূপ দেওয়া হয়েছিল। আবার শাহরুখ-সলমন-হৃতিকদের সুপারহিরো লুকে কেমন লাগবে, তা নিয়েও চলেছে পরীক্ষানিরীক্ষা। গ্রাফিক্স: অরিত্র দেব
Tap to expand
এবার স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন ভাবনা তুলে ধরা হল পাঠকদের সামনে। এই বিশেষ দিনে স্বাধীনতা সংগ্রামীদের একটু অন্যরকম ভাবে স্মরণ করা হল। ক্রিকেটাররাও দেশের জন্য নিবেদিত প্রাণ। স্বাধীনতা দিবসে মিলেমিশে একাকার তাঁরা। গ্রাফিক্স: অরিত্র দেব
Tap to expand
নেতাজি সুভাষচন্দ্র বোসের সাজে ভাবা হয়েছে বাংলার আরেক নায়ককে। তিনি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়। আবার এআইয়ের সৌজন্যে মহেন্দ্র সিং ধোনি ধরা দিয়েছেন গান্ধীজির বেশে। গ্রাফিক্স: অরিত্র দেব
Tap to expand
ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন যুগ ফুটিয়ে তোলা হল ভিন্ন সময়ের ভারতীয় ক্রিকেটারদের মুখ দিয়ে। বিপ্লবী চন্দ্রশেখর আজাদের ভূমিকায় ভাবা হয়েছে শচীন তেণ্ডুলকরকে। গ্রাফিক্স: অরিত্র দেব
Tap to expand
আবার ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ হয়ে উঠলেন ভারতীয় প্রমিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। গ্রাফিক্স: অরিত্র দেব
Tap to expand
আচ্ছা ভগৎ সিংয়ের ভূমিকায় যদি অবতীর্ণ হন বিরাট কোহলি, কেমন লাগবে? এআইয়ের সৌজন্যে এখন তেমনটাও ভাবা সম্ভব। বাইশ গজের মঙ্গল পাণ্ডে হয়ে উঠতে পারেন শিখর ধাওয়ান। গ্রাফিক্স: অরিত্র দেব
Tap to expand
যুবরাজ সিংকে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর চরিত্রে ভেবেছে অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স প্রযুক্তি। বাল গঙ্গাধর তিলক হয়ে উঠেছেন রবীন্দ্র জাদেজা। গ্রাফিক্স: অরিত্র দেব
Tap to expand
প্রাক্তন ভারতীয় পেসার ঝুলন গোস্বামীকে এআই সাজিয়েছে সরোজিনী নায়ডু রূপে। গ্রাফিক্স: অরিত্র দেব
Tap to expand
ভারতের স্বাধীনতার অন্যতম কাণ্ডারি সর্দার বল্লব ভাই প্যাটেল। আর ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের অধিনায়ক কপিল দেব। এআইয়ের চোখে সেই বিশ্বজয়ী ক্যাপ্টেন কপিল দেবই হয়ে উঠলেন সর্দার বল্লব ভাই প্যাটেল। গ্রাফিক্স: অরিত্র দেব
Published By: Sulaya SinghaPosted: 07:35 PM Aug 14, 2023Updated: 07:35 PM Aug 14, 2023
AI-এর কোন কারসাজি আপনার পছন্দ হল? অবশ্যই জানান।