ঘোচাও কালিমা... কালীপুজোয় 'অন্তরমহলে'র কাহিনি দক্ষিণ কলকাতার এই মণ্ডপে
আলোর উৎসবে মেতে উঠেছে শহর কলকাতা। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়।
Tap to expand
আলোর উৎসবে মেতে উঠেছে শহর কলকাতা। দুর্গাপুজোর পর কালীপুজোর পরিক্রমাতেও বেরিয়ে পড়েছে পুজোপ্রেমী বাঙালি। আর তাঁদের অন্যতম আকর্ষণ হতেই পারে মাস্টারদা ক্লাব।
Tap to expand
দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকার এই পুজো প্রতিবারই দর্শকদের নতুনত্ব কিছু উপহার দেয়। এবার হীরক জয়ন্তিতে আয়োজন আরও বড়।
Tap to expand
মাস্টারদা ক্লাবকে প্রথমবার সাজানোর দায়িত্ব পেয়েছেন শিল্পী দেবজ্যোতি জানা। সাবেকি প্রতিমার ধারা বজায় রেখেই সোনালী গয়নায় কালীকে সাজিয়েছেন শিল্পী।
Tap to expand
বিষয় ভাবনা কী? শিল্পী জানাচ্ছেন, এবার তাঁর থিমের পোশাকি নাম অন্তরমহল। অতিপ্রাচীন সুবিশাল কোনও এক প্রাসাদের বর্তমান অন্দরের রূপ দেখিয়েছেন তিনি। সেই ভগ্নপ্রায় ঠাকুরদালানেই হয়েছে পুজোর আয়োজন।
Tap to expand
যদিও এই প্রাসাদ প্রতীকী। আসলে মানুষের ভিতরকার বা অন্তরমহলের খোলস ছাড়লে যে রূপ বেরিয়ে আসে, তাকেই যেন ব্যক্ত করতে চেয়েছেন দেবজ্যোতি।
Tap to expand
পুজো উদ্যোক্তাদের আশা, এবারের মণ্ডপ যেমন পুজোপ্রেমীদের আনন্দ দেবে, তেমনই ক্লাবে আসবে পুরস্কারও।
Published By: Sulaya SinghaPosted: 06:14 PM Oct 30, 2024Updated: 06:14 PM Oct 30, 2024
আলোর উৎসবে মেতে উঠেছে শহর কলকাতা। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়।