Advertisement
৫২ নাকি ২৫! ধরতে পারবেন না, 'মুন্নি' মালাইকার শরীরী হিল্লোলে আজও বুঁদ আট থেকে আশি
নতুন আইটেম ডান্সে ফের ঝড় তুললেন মালাইকা।
বলিউডের আইটেম ডান্স মানেই যাঁর কথা মনে আসে তিনি মালাইকা অরোরা। বলিউডের মুন্নি। ৫২ বছর বয়সেও ডান্স ফ্লোরে ঝড় তোলেন তিনি। সাম্প্রতিককালে ফের একবার আইটেম ডান্সে তিনি দর্শক অনুরাগীদের হৃদয়ে ঝড় তুললেন। থাম্মার মিউজিক অ্যালবামের 'পয়জন বেবি' গানে নেচে রীতিমতো নিজের ওজন বোঝালেন মালাইকা। নতুন আইটেম ডান্সে মালাইকার দসর হয়েছেন রশ্মিকা মান্দানা।
এহেন মালাইকা অতীতে একাধিক আইটেম ডান্সে ঝড় তুলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য 'ছাঁইয়া ছাঁইয়া'। 'দিল সে' ছবির এই গানে চলন্ত ট্রেনের মাথায় শাহরুখ খানের সঙ্গে নেচে ঝড় তুলেছিলেন মালাইকা। যা আজও সকলের মনে গেঁথে রয়েছে।
শাহরুখের আরও এক ছবি 'কাল'-এ 'জঙ্গল বিট'এ শাহরুখের সঙ্গে নেচে ডান্স ফ্লোর মাতিয়েছিলেন মালাইকা। তাঁর ডান্স মুভস, এনার্জি সবকিছুই ছিল নজরকাড়া।
মালাইকার আরও এক জনপ্রিয় আইটেম ডান্স 'আনারকলি ডিস্কো চলি'। 'হাউজফুল ২' ছবির এই গানে ডান্সফ্লোর, মালাইকার পোশাক, নাচের স্টেপ সবমিলিয়ে ছবিতে এক আলাদা মাত্রা যোগ করেছিল।
Published By: Arani BhattacharyaPosted: 06:38 PM Oct 15, 2025Updated: 06:39 PM Oct 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
