নীল জলে স্বল্পবসনা মালাইকা, ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা
ছবিগুলো না দেখলেই মিস!
Tap to expand
অর্জুন কাপুরের সঙ্গে নাকি প্রেম ভেঙেছে মালাইকার। সে যাই হোক, বলিউডের 'ছঁইয়া ছঁইয়া' গার্ল ইদানীং বেশ মুক্ত মেজাজে রয়েছেন। তাই তো নীল জলের মাঝে হয়েছেন স্বল্পবসনা।
Tap to expand
বয়সের ভার কোনওদিনই মালাইকার সৌন্দর্যকে প্রভাবিত করতে পারেনি। তাই তো পঞ্চাশ পেরিয়েও তিনি মোহময়ী। বলিউডের একান্ত আপন গ্ল্যামার গার্ল
Tap to expand
১৯৯৮ সালে সলমনের খানের ভাই অভিনেতা ও প্রযোজক আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। ১৯ বছর সংসার করার পর তাঁরা বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন।
Tap to expand
আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা মন দিয়েছিলেন অর্জুন কাপুরকে। মালাইকার থেকে বয়সে অনেকটাই ছোট অর্জুন। তা নিয়ে একসময় বিস্তর চর্চা হয়েছে।
Tap to expand
তবে সময়ের সঙ্গে সঙ্গে বয়স নিয়ে চর্চার উৎসাহ হারান নেটিজেনরা। মালাইকা-অর্জুনও একে অন্যের সঙ্গে সোশাল মিডিয়ায় ছবি দিতে শুরু করেন।
Tap to expand
কিন্তু সাম্প্রতিককালে যেন দুজন আলাদা পথ বেছে নিয়েছেন। অর্জুন আম্বানিদের পার্টিতে একাই গিয়েছিলেন। আবার মালাইকাও বিন্দাস ঘুরে বেড়াচ্ছেন। ছবি: ইনস্টাগ্রাম।
Tap to expand
তার ফলে সোমবার সকাল থেকে ফাঁকা রাস্তাঘাট। জায়গায় জায়গায় চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল।
Tap to expand
গণভবনে চলছে লুঠতরাজ। অন্দর থেকে চুরি হচ্ছে বহু জিনিসপত্র।
Published By: Suparna MajumderPosted: 12:30 PM Aug 05, 2024Updated: 08:53 PM Aug 05, 2024