Advertisement
ভালোবাসা বাড়ছে... অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আবেগঘন পোস্ট মনবীরের, দেখুন রোম্যান্টিক অ্যালবাম
গতবছরই বিয়ে করেন মনবীর সিং।
গত বছর ডিসেম্বর মাসে বিয়ে করেন তারকা স্ট্রাইকার। দীর্ঘদিনের বান্ধবী অসমিন শেখের সঙ্গে গাঁটছড়া বাঁধেন।
স্ত্রী অসমিনের সঙ্গে একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন জাতীয় দলের তারকা ফুটবলার। সঙ্গে বার্তা, ভালোবাসা নীরবে বৃদ্ধি পাচ্ছে।
মাসখানেক আগেই অবশ্য মনবীর জানিয়েছিলেন, বাবা হতে চলেছেন তিনি। তারপর থেকেই অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে একাধিক মিষ্টি মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন।
সদ্য মা হয়েছেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসুর স্ত্রী কস্তুরী ছেত্রী। অসমিনের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে শুভেচ্ছা জানিয়েছেন তিনিও। মাতৃত্বের এই জার্নি উপভোগ করার বার্তা দিয়েছেন কস্তুরী।
অসমিনের মা হওয়ার খবর পেয়ে শুভেচ্ছা জানিয়েছেন সন্দেশ ঝিঙ্ঘনের স্ত্রীও। এছাড়াও নেটিজেনরা ভালোবাসায় ভরিয়েছেন হবু মা'কে।
উল্লেখ্য, সম্প্রতি চোটের কবলে পড়েছিলেন মনবীর। সুস্থ হয়ে আপাতত অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। তবে এখনও ম্যাচ খেলতে নামেননি মনবীর।
গত বছর ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মনবীর-অসমিন। দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকার পর বিয়ে করেন তাঁরা।
Published By: Anwesha AdhikaryPosted: 07:52 PM Aug 27, 2025Updated: 07:53 PM Aug 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
