Advertisement
বোল্ড লুকে মায়াবিনী মিমি, নায়িকার রূপের ঝলকানিতে মাত নেটপাড়া
এই রূপে যেন মায়াজাল বুনলেন মিমি।
এই পুজোয় মুক্তি পাবে তাঁর ছবি 'রক্তবীজ ২'। ছবি মুক্তির আগে চুটিয়ে সময় কাটাচ্ছেন মিমি। বেড়াতে যাওয়া থেকে জমিয়ে ফটোশুট সবটাই সারছেন তিনি।
শুক্রবার কালো পোশাকে স্পেশাল ফটোশুটের একগুচ্ছ ছবি দিয়েছেন মিমি চক্রবর্তী। সেখানেই দেখা গেল রকমারি পোজে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী।
২০১২ সালে 'বাপি বাড়ি যা' সিনেমার মাধ্যমে বড়পর্দার যাত্রা শুরু মিমির। এর পর 'বোঝেনা সে বোঝেনা', 'প্রলয়' থেকে 'রক্তবীজ', 'আলাপ', 'তুফান'-এর মতো একাধিক সিনেমার মাধ্যমে অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী।
সোশাল মিডিয়াতেও দারুণ সক্রিয় মিমি চক্রবর্তী। মাঝেমধ্যেই বোল্ড ছবি শেয়ার করে অনুরাগীমহলে সাড়া ফেলে দেন।
Published By: Arani BhattacharyaPosted: 07:06 PM Sep 05, 2025Updated: 07:49 PM Sep 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
