Advertisement
লিগ শিল্ড জয়ে বাঁধনহারা উচ্ছ্বাস যুবভারতীতে, এবার 'আন্তর্জাতিক স্তরে' নজর মোহনবাগানের
সমর্থক, ফুটবলার থেকে কোচিং স্টাফ, দেখে নিন সকলের সেলিব্রেশনের ছবি।
রবিবার যুবভারতীতে ১-০ গোলে জিতল সবুজ-মেরুন শিবির। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করলে দিমিত্রি পেত্রাতোস।
জয়ের ফলে ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে গোয়ার ধরাছোঁয়ার বাইরে চলে গেল মোহনবাগান। বাকি সবকটা ম্যাচ জিতলেও মোহনবাগানকে ছুঁতে পারবে না গোয়া।
দিমির গোলের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ল গোটা যুবভারতী। ক্লাব-কর্তা থেকে সমর্থক, আনন্দে বাঁধনহারা সকলেই।
এমনিতে নির্লিপ্ত হলেও লিগ জয়ের পর উচ্ছ্বাস চেপে রাখলেন না কোচ হোসে মোলিনাও। সমর্থক ও ফুটবলারদের মতো সেলিব্রেশনে মাতলেন তিনিও।
Published By: Subhajit MandalPosted: 12:03 AM Feb 24, 2025Updated: 12:15 AM Feb 24, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ