Advertisement
'সাংবাদিকের ডায়েরি থেকে' এবার পড়ার সুযোগ, পুজোর আগে প্রকাশিত কুণাল ঘোষের নতুন বই
বইটি উদ্বোধন হল সাহিত্যিক প্রচেত গুপ্ত ও সাংবাদিক অশোক দাশগুপ্তর হাত ধরে।
সাংবাদিক মাত্রই অভিজ্ঞতায় পরিপূর্ণ এক ব্যক্তিত্ব। গ্রাউন্ড জিরো থেকে অর্জন করা তাঁর বর্ণনা যেন ঘটনার মতোই টাটকা। সাংবাদিক কুণাল ঘোষের রচনায় সেই ছোঁয়া পান পাঠকরা। তাই পুজোর আগে তিনি উপহার দিলেন নতুন এক বই। ছবি: অরিজিৎ সাহা।
'সাংবাদিকের ডায়েরি থেকে' - কুণাল ঘোষের লেখা এই বইটির উদ্বোধন হল বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক অশোক দাশগুপ্ত, সাহিত্যিক প্রচেত গুপ্ত। ঘরোয়া অনুষ্ঠানের আগে ঘরোয়া আড্ডায় তাঁরা। ছবি: অরিজিৎ সাহা।
নতুন বইয়ের আত্মপ্রকাশ আর মিষ্টিমুখ হবে না? তা কি হয়? বইপ্রকাশ অনুষ্ঠানে অতিথিদের নিজের হাতে মিষ্টি বিলি করলেন লেখক কুণাল ঘোষ। ছবি: অরিজিৎ সাহা।
Published By: Sucheta SenguptaPosted: 06:12 PM Sep 15, 2022Updated: 06:12 PM Sep 15, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
