Advertisement
খাঁটি ভারতীয় কায়দায় নমস্কার, উষ্ণ আলিঙ্গনে মহাসমারোহে মোদিকে বিদায় ম্যাক্রোঁর, রইল গ্যালারি
ফ্রান্স থেকে আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছেন মোদি।
তিনদিনের সফরে সোমবার ফ্রান্সে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার তিনি যোগ দেন এআই সম্মেলনে।
বুধবার মার্সেইয়ে যান প্রধানমন্ত্রী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তিনি যান CMA-CGM-এর কন্ট্রোলরুমে।
বুধবার ফ্রান্সের মার্সেইতে গিয়ে সাভারকরের প্রতিকৃতিতে শ্রদ্ধাও জানিয়েছেন মোদি। এদিনই ফ্রান্সের পালা শেষ করে আমেরিকার উদ্দেশে পাড়ি দেন প্রধানমন্ত্রী।
মার্সেই বিমানবন্দরে মহাসমারোহে মোদিকে বিদায় জানান ফরাসি প্রেসিডেন্ট। সফরের শুরুতে মোদিকে আলিঙ্গন করেছিলেন ম্যাক্রোঁ। শেষদিনেও একইভাবে 'বন্ধু' মোদিকে জড়িয়ে ধরলেন তিনি।
কেবল উষ্ণ আলিঙ্গন নয়, মোদিকে বিদায় জানানোর আগে খাঁটি ভারতীয় কায়দায় নমস্কার করেন ফরাসি প্রেসিডেন্ট। নমস্কার জানিয়ে বিদায় জানান মোদিও।
ফ্রান্স সফর শেষে আমেরিকার উদ্দেশে পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতীয় সময় বুধবার সন্ধেয় রওনা দিয়েছেন তিনি।
ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে আমেরিকা পৌঁছবেন মোদি। দুদিনের জন্য মার্কিন মুলুকে থাকবেন প্রধানমন্ত্রী। বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে।
Published By: Anwesha AdhikaryPosted: 08:58 PM Feb 12, 2025Updated: 08:58 PM Feb 12, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ