Advertisement
'লাভ' রিঅ্যাক্টে শুরু থেকে সাতজন্মের বন্ধন! কীভাবে প্রিয়ার সঙ্গে প্রেমকাহিনি শুরু রিঙ্কুর?
নাইট তারকার বিয়েতে আসছেন শাহরুখ?
জুন মাসে বাগদান পর্ব সারা হয়েছে রিঙ্কু সিংয়ের। সব ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরে সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে কেকেআর ক্রিকেটারের। কিন্তু কীভাবে প্রেমকাহিনি শুরু রিঙ্কু-সরোজের?
রিঙ্কু বলছেন, "২০২২-এ কোভিডের সময় ঘটনার সূত্রপাত। তখন মুম্বইয়ে আইপিএল চলছিল। আমার একটা ফ্যান পেজ থেকে প্রিয়ার ভোটপ্রচারের কিছু ফটো আপলোড করা হয়েছিল। যেগুলো প্রিয়ার বোন তুলেছিল।" আর সেখান থেকেই প্রেমকাহিনি শুরু।
রিঙ্কু বলেন, "ওই ছবিগুলো দেখেই আমার ওকে পছন্দ হয়ে যায়। মনে হয়, ও আমার জন্য আদর্শ। বেশ কয়েকবার মেসেজ করার কথাও ভেবেছিলাম। কিন্তু পরে ভাবি সেটা ঠিক হবে না।"
কিন্তু তাঁদের প্রেমকাহিনি যেন দৈবলিখন! রিঙ্কু মেসেজ করতে চাননি। কিন্তু দেখেন প্রিয়া নিজেই রিঙ্কুর ছবিতে 'লাভ' রিঅ্যাক্ট করছেন। নাইট ক্রিকেটারের বক্তব্য, "তারপর আমি ওকে ইনস্টাগ্রামে মেসেজ করি। প্রথমে সপ্তাহে একবার-দু'বার। তারপর নিয়মিত। ২০২২-এ আমি ওর প্রেমে পড়ে যাই।"
বাগদানের পর কি জীবনে কিছু বদল এসেছে? রিঙ্কু বলছেন, "আগে আমরা অনেক কথা বলতাম। সেটা একটু কমেছে। ও ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে। সাধারণ মানুষের কাজে ও ব্যস্ত থাকে। সংসদে যেতে হয়। হয়তো সকালে বেরোল, অনেক রাতে ফিরল। ফলে এখন কথা বলার সেভাবে সুযোগও পাওয়া যায় না।"
কিন্তু নভেম্বরে রিঙ্কুর বিয়েতে কি নাইট মালিক শাহরুখ খান থাকবেন? 'কিং' খান তো কথা দিয়েছিলেন রিঙ্কুর বিয়েতে নাচবেন। এমনকী আইপিএল উদ্বোধনের মঞ্চেও শাহরুখের সঙ্গে নেচেছিলেন রিঙ্কু।
নাইট তারকা বলছেন, "বাগদানের আগে শাহরুখ স্যরের সঙ্গে কথা হয়। ওঁকে আমন্ত্রণও জানিয়েছিলাম। কিন্তু শুটিংয়ের জন্য ব্যস্ত থাকায় আসতে পারেননি। বিয়েতেও শাহরুখ স্যরকে আমন্ত্রণ জানাব। দেখা যাক, যদি উনি আসেন।"
Published By: Arpan DasPosted: 04:24 PM Aug 23, 2025Updated: 04:24 PM Aug 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
