Advertisement
নতুন বান্ধবীর সঙ্গে দিওয়ালি সেলিব্রেট হার্দিক-শিখরের, শেহওয়াগের ছবিতে উসকে বিচ্ছেদ জল্পনা!
আলোর উৎসবে শামিল শচীন-ধোনিও।
আলোর উৎসবে মেতে ক্রিকেটাররা। কেউ পরিবারের সঙ্গে ছবি দিয়েছেন, তো কেউ-বা একা। আতশবাজির রোশনাইয়ে সেজে ওঠা আকাশের সামনে হাসিমুখে দাঁড়ালেন অনেক ক্রিকেটার। যেমন স্ত্রী অঞ্জলির সঙ্গে ছবি দিলেন কিংবদন্তি শচীন তেণ্ডুলকর। সকলকে দীপাবলির শুভেচ্ছা জানালেন মাস্টার ব্লাস্টার।
সোশাল মিডিয়ায় এমনিতে সক্রিয় নন ধোনি। কিন্তু তাঁর ছবি ভাইরাল হতে বেশি সময় লাগে না। দীপাবলিতে সপরিবারে হাজির মহেন্দ্র সিং ধোনি। ছিলেন স্ত্রী সাক্ষীও। আর মাহি যেভাবে দলকে আগলে রাখতেন, এই ছবিতেও ঠিক সেভাবেই উপস্থিত।
কিছুদিন আগেই দেশকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন করেছেন সূর্যকুমার যাদব। তবে অস্ট্রেলিয়ায় ওয়ানডে দলে নেই। মুম্বইকর ক্রিকেটার আলোর উৎসবে সামিল হলেন নীল পোশাক। সঙ্গে ছিলেন স্ত্রী দেবিশা।
সবার সঙ্গে অবশ্য স্ত্রী ছিলেন না। যেমন বীরেন্দ্র শেহওয়াগ। দুই সন্তানের সঙ্গে ছবি দিলেন ঠিকই, কিন্তু সেখানে ছিলেন না স্ত্রী আরতি। যাতে জল্পনা আরও দৃঢ় হচ্ছে, তাহলে কি শেহওয়াগের বিচ্ছেদ আসন্ন? অনেকদিন ধরেই নাকি আলাদা থাকেন। এমনকী বিসিসিআইয়ের সদ্য সভাপতি হওয়া মিঠুন মানহাসের সঙ্গে আরতির সম্পর্ক নিয়ে গুঞ্জন আছে।
যুজবেন্দ্র চাহালের এই বছর বিচ্ছেদ হয়েছে। তবে ধনশ্রী সঙ্গে বিয়ে ভাঙার পর মাহভাশের সঙ্গে প্রায়ই চাহালকে দেখা যায়। যদিও দীপাবলির ছবিতে চাহাল একাই ছিলেন।
এর মধ্যে ভাইরাল হার্দিক পাণ্ডিয়ার ছবি। নাতাশা স্টানকোভিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তাঁর নাম জড়িয়েছে মাহিকা শর্মার সঙ্গে। সেটাতে কার্যত শিলমোহর দিয়ে দিলেন হার্দিক। লাল পোশাকে দুজনে একসঙ্গে দেখে কিন্তু সেরকমই মনে হচ্ছে।
স্ত্রী ছাড়া দীপাবলির ছবি দিলেন জশপ্রীত বুমরাহ। না, এখানে কোনও বিতর্ক নেই। বুমরাহর স্ত্রী সঞ্জনা গণেশন ধারাভাষ্যকার। সম্ভবত তিনি মহিলাদের বিশ্বকাপের জন্য ব্যস্ত। বুমরাহর ছবিতে সঞ্জনা না থাকলেও তাঁর পরিবারের সদস্যরা ছিলেন।
বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন শিখর ধাওয়ান। বান্ধবী সোফি শাইনের সঙ্গে ছবি দিলেন প্রাক্তন ক্রিকেটার। জন্মগতভাবে আয়ারল্যান্ডের বাসিন্দা হলেও ভারতীয় পোশাকে সোফির ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা।
পরিবারের সঙ্গে দীপাবলি কাটালেন ঋষভ পন্থ। হাতে আবার বজরংবলীর ছোট্ট গদা। ইংল্যান্ড সিরিজে পায়ে চোট পেয়েছিলেন ভারতীয় দলের উইকেটকিপার। তবে কামব্যাকে ভারত এ দলের অধিনায়ক হয়েছেন।
Published By: Arpan DasPosted: 06:59 PM Oct 21, 2025Updated: 06:59 PM Oct 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
