Advertisement
ঠকিয়েছে রণবীর কাপুরের ভাই! জাহ্নবীর 'হবু দেওরে'র সঙ্গে প্রেমে মশগুল তারা, ফাঁস ঘনিষ্ঠ ছবি
ঠোঁটে ঠোঁট, বীরের বাহুলগ্না তারা সুতারিয়া। কাপুর পরিবারের কোন সদস্য 'ঠকিয়েছেন' এই বলিউড সুন্দরীকে?
একসময়ে রণবীর-করিনা-করিশ্মাদের পিসতুতো ভাই আদর জৈনের সঙ্গে প্রেম করতেন! কিন্তু কানাঘুষো শোনা যায়, তারা সুতারিয়াকে ঠকিয়ে নাকি তাঁর কাছের বান্ধবী আলেখ্য আডবানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আদর।
তবে অতীত ভুলে তারা এখন নতুন প্রেমে মশগুল! জল্পনা আগেই ছিল। এবার নিজেই তাতে সিলমোহর বসালেন তারা সুতারিয়া।
মাখোমাখো রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন তারা। সেখানেই দেখা গেল, জাহ্নবী কাপুরের 'হবু দেওরে'র বাহুলগ্না এই বলিউড সুন্দরী।
পরনে মনীশ মালহোত্রার ডিজাইন করা জমকালো লেহেঙ্গা। তারা সুতারিয়ার উপচে পড়া উত্তাল যৌবনের হাতছানিতে সাড়া না দিয়ে পারেননি বীর পাহাড়িয়াও!
Published By: Sandipta BhanjaPosted: 09:07 PM Oct 13, 2025Updated: 09:07 PM Oct 13, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
