Advertisement
এপিসোড পিছু পেতেন ১৮০০, রাজনীতি থেকে পর্দায় ফিরেই পারিশ্রমিকে বিরাট লাফ স্মৃতির!
স্মৃতি ইরানি ম্যাগনাম ওপাস ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’র হাত ধরে ফের ফিরেছেন পর্দায়।
অভিনয় থেকে মাঝে দীর্ঘদিনের বিরতি। রাজনীতির রঙ্গমঞ্চেই তাঁকে দেখা যেত বেশি। সেই স্মৃতি ইরানি ম্যাগনাম ওপাস ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’র হাত ধরে ফের ফিরেছেন পর্দায়।
এই ধারাবাহিকই একসময় চূড়ান্ত জনপ্রিয়তা দিয়েছিল তাঁকে। নতুন সিজনেও তুলসী বিরানির চরিত্রেই স্মৃতি। শুধুই তুলসী নয়, তাঁর পাশাপাশি ফিরেছে মিহির চরিত্রটিও। এই জুটির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সিক্যুয়েলে তাঁদের ফিরে পেয়ে খুশি দর্শকরা।
২০০০ সালে যখন এই ধারাবাহিকের কাজ শুরু হয়। সেইসময় অভিনেত্রী স্মৃতি ইরানির পারিশ্রমিক ছিল প্রতি পর্ব পিছু ৮০০০ টাকা। কিন্তু ধীরে ধীরে এই ধারাবাহিক প্রবল জনপ্রিয়তা পায়। একইসঙ্গে তুলসী চরিত্রের জনপ্রিয়তাও বাড়ে। আর তারপরই ৮০০০ টাকা থেকে বেড়ে হয় তাঁর পারিশ্রমিক হয় ৫০,০০০ টাকা।
অভিনয় জীবনের একেবারে গোড়ার দিকে প্রতি পর্ব পিছু ১ হাজার ৮০০ টাকা পেতেন তিনি। এই ধারাবাহিকের জন্য এখন কত টাকা নিচ্ছেন স্মৃতি, তা নিয়ে নানামহলের আগ্রহের অন্ত নেই।
স্মৃতি নাকি প্রতি পর্বের জন্য প্রায় ১৪ লক্ষ টাকা পারিশ্রমিক পাচ্ছেন। কিন্তু ধারাবাহিকের অন্য অভিনেতারা সেই তুলনায় অনেক কম পারিশ্রমিক পাচ্ছেন।
শোনা গিয়েছে 'অনুপমা' খ্যাত অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্য়ায়ের পারিশ্রমিক ৩ লক্ষ টাকা। আবার হিনা খান পাত্র ২ লক্ষ টাকা। যা স্মৃতির পারিশ্রমিকের নিরিখে অনেকটাই কম।
পারিশ্রমিক নিয়ে বিনোদুনিয়ায় বিতর্কের শেষ নেই। প্রায়শয়ই শোনা যায়, একজন অভিনেতার তুলনায় অভিনেত্রী নাকি কম পারিশ্রমিক পান। যদিও স্মৃতি সে কথা মানতে নারাজ। তাঁর মতে, এমন কোনও ভেদাভেদ আদতে নেই। পরিশ্রম অনুযায়ী সকলে পারিশ্রমিক পান।
নিজের অতিরিক্ত পারিশ্রমিক নিয়েও মুখ খোলেন অভিনেত্রী স্মৃতি ইরানি। দাবি, তুলসী চরিত্রের জনপ্রিয়তার নেপথ্যে তাঁর অনেক পরিশ্রম রয়েছে। তাই তার সুফলই তিনি ভোগ করছেন বলেই দাবি স্মৃতির।
সূত্রের খবর, স্মৃতি তাঁর পেনশনের টাকা দেশের কাজে ব্যবহার করেন। ওই টাকা ন্যাশানাল ডিফেন্স ফান্ডে দিয়ে দেন। তার মাধ্যমে ভারতীয় সেনা এবং আধা-সামরিক বাহিনীকে সাহায্য করা হয়। স্মৃতি এই বিষয়ে অতীতে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, "অন্যদের অনুদান দেওয়ার কথা বলার আগে আমি একটা উদাহরণ তৈরি করতে চাই।" স্মৃতি অন্যদেরও অনুদান দেওয়ার অনুরোধ করেন।
Published By: Sayani SenPosted: 06:42 PM Jan 26, 2026Updated: 06:50 PM Jan 26, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
