Advertisement
'পার্টনার' বদল সলমনের, গোবিন্দাকে ভুলে তাঁর স্ত্রীর সঙ্গেই রোম্যান্স করতে চলেছেন!
সত্যিই কি সলমনের সঙ্গে দেখা যাবে পর্দায় সুনীতাকে?
২০০৭ সালে সলমন খানের সঙ্গে 'পার্টনার' ছবিতে অভিনয় করেছিলেন গোবিন্দা। ভাইজান আর গোবিন্দার সম্পর্ক যে বেশ সুমধুর তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এবার নাকি সেই 'পার্টনার'কে ভুলে তাঁর স্ত্রীর সঙ্গেই নাকি রোম্যান্সে মাতবেন সলমন? অন্তত নেটপাড়ার গুঞ্জন তেমনতাই বলছে। ভাবছেন হলটা কী?
আসলে সম্প্রতি গোবিন্দাপত্নী সুনীতা আহুজার সঙ্গে সাক্ষাৎ হয় সলমনের। তাঁর শো বিগবস'র ঘরেই জমে অঠে আড্ডা। সেখানে মঞ্চে দু'জনের আলাপচারিতা, খুনসুটির নানা মুহুর্ত দর্শক বেশ উপভোগ করেছেন।
আর এরপরই সুনীতার ভ্লগে দর্শক-অনুরাগীরা জিজ্ঞেস করেন, তাঁর ও সলমনের কাজ দেখার জন্য তাঁরা কৌতূহলী। কবে তাঁদের একসঙ্গে দেখতে পাবেন পর্দায়?
এই প্রশ্নের উত্তরে সুনীতা বলেন, সেটা সঠিক জানি না। তবে আমি তাঁর সঙ্গে কাজ করতে খুবই উৎসাহী সলমনের সঙ্গে। যদি আগামীতে আমরা কাজ করি নিশ্চয়ই জানাবো আপনাদের। সুনীতার এই বক্তব্যে অনেকেরই মনে হয়েছে, সুযোগ হলে তাঁরা হয়তো আগামীতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।
তবে এখানেই শেষ নয়, 'বিগবস'র মঞ্চে সলমনকে সুনীতা আরও বলেন, "আমাকে কিছু টিপস দাও যাতে তোমার বন্ধুকে আমি সোজা করতে পারি।
একগাল হেসে সলমন বলেন, "এটা শুধুমাত্র একজনই করতে পারেন।" এর উত্তরে সুনীতা বলেন, "আমি চল্লিশ বছর ধরে চেষ্টা চালিয়ে ক্লান্ত হয়ে গিয়েছি। কিছুই সম্ভব হয়নি। আপনিই দেখুন।"
গোবিন্দা ও সুনীতার ব্যাক্তিগত জীবন নিয়ে বহুদিন ধরেই চর্চা বলিউডে। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন গোবিন্দা। সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন তিনি। সুনীতার সঙ্গে তাঁর দীর্ঘ দাম্পত্যজীবনে চিড় ধরেছে বলেই গুঞ্জন। যদিও তা নিয়ে সুনীতা নানা অভিযোগ তুললেও গোবিন্দা একেবারেই 'স্পিকটি নট'। ছবি: সোশাল মিডিয়া
Published By: Arani BhattacharyaPosted: 10:15 PM Nov 15, 2025Updated: 10:16 PM Nov 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
