Advertisement
কোহলি-অনুষ্কার আলিঙ্গন, মেয়েকে আদর রোহিতের! পরিবারই শক্তি, বোঝাল চ্যাম্পিয়ন্স ফাইনাল
ভারতীয় দল নিজেই একটা পরিবার। এদিন রোহিত-বিরাটের ডান্ডিয়া, হার্দিক, জাদেজাদের গ্যাংনাম ডান্সের নানা মুহূর্ত যেন তারই প্রমাণ।
এক যুগের অপেক্ষর অবসান। রোহিত শর্মার হাত ধরে আরও একবার ভারতের ঘরে এল চ্যাম্পিয়ন্স ট্রফি। আনন্দে মাতোয়ারা গোটা দেশ। ভারতবাসীর প্রত্যাশা পূরণ করে তৃপ্ত ক্রিকেটাররাও।
অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাসকর ট্রফিতে মুখ থুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। তারপরই ক্রিকেটারদের জন্য নানা নিষেধাজ্ঞা জারি করে বিসিসিআই। জানানো হয়েছিল, টুর্নামেন্ট খেলতে গিয়ে স্ত্রীদের সঙ্গে অবাধ বিচরণ করা যাবে না। কতদিন ক্রিকেটার স্বামীর সঙ্গে কোনও ট্যুরে থাকা যাবে, তার সময়সামীও বেঁধে দিয়েছিল বোর্ড। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালই যেন বলে দিল, সাফল্যের জন্য পরিবারের উপস্থিতিও জরুরি।
টুর্নামেন্টের প্রায় প্রতিটা ম্যাচেই গ্যালারিতে বসে বিরাট কোহলির ম্যাচ উপভোগ করেছেন স্ত্রী অনুষ্কা শর্মা। কখনও কোহলি আউট হলে মনখারাপ হয়েছে তো কখনও তাঁর সেঞ্চুরিতে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন।
ফাইনালে দল ট্রফি জিততেই গ্যালারি থেকে মাঠে নেমে আসেন অনুষ্কা। স্ত্রীকে জড়িয়ে ধরেন কোহলি। দম্পতির মুখে তৃপ্তির হাসি। এভাবেই যে পরস্পরের ভালো-মন্দ ভাগ করে নিতে হয়। স্ত্রীর উপস্থিতিতেই যেন এনার্জি দ্বিগুণ হয় স্বামীরও।
রোহিত শর্মাও জীবনের সেরা মুহূর্ত ভাগ করে নিতে স্ত্রী ঋতিকাকে বুকে টেনে নেন। মেয়ে সামাইরাকেও জড়িয়ে ধরে আদর করেন। কঠিন চ্যালেঞ্জ কাটিয়ে সাফল্যের মুহূর্তে পরিবারকে সঙ্গে পাওয়ার আনন্দ যে কতখানি, তা দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবাসরীয় রাতে খুব স্পষ্ট।
Published By: Sulaya SinghaPosted: 12:31 AM Mar 10, 2025Updated: 12:35 AM Mar 10, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ