Advertisement
টেলি অ্যাকাডেমি সম্মানে জয়জয়কার 'পরশুরাম', 'কথা', 'চিরসখা'র, দিতিপ্রিয়া, রচনা-সহ আর কারা পুরস্কৃত?
জীবনকৃতী সম্মান লীনা গঙ্গোপাধ্যায়কে। সেরা পরিবার, শ্বশুর-শাশুড়ি থেকে সেরা ভিলেনের খেতাব পেলেন কারা?
বৃহস্পতিবার রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে 'ধন ধান্য' প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল টেলি অ্যাকাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছোট পর্দার তারকা এবং কলাকুশলীদের সম্মানিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সিনে টেকনিশিয়ানস-এর কল্যাণ তহবিলে রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হল। সভাপতি স্বরূপ বিশ্বাসের হাতে চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। নুসরত জাহান, অঙ্কুশ, পূজা বন্দ্যোপাধ্যায়, তিয়াসার ডান্স পারফরম্যান্সে জমে উঠেছিল লক্ষ্মীবারের টেলি অ্যাকাডেমি সম্মান পুরস্কারের মঞ্চ।
ছোটপর্দার তারকাদের পাশাপাশি সিনেমহলের তারকা সমাবেশে ঝলমলে টেলি সম্মান অ্যাওয়ার্ড অনুষ্ঠান। হাজির ছিলেন মাধবী মুখোপাধ্যায়, কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায়, সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়, গায়িকা ইমন চক্রবর্তী, পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, অভিজিৎ সেন-সহ অনেকে।
মোট ৪১টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে সেরা জুটির পুরস্কার পেল ৭ ধারাবাহিক। তালিকায়- তটিনী-পরশুরাম, স্বতন্ত্র-কমলিনী, ঝাঁপি-সৌরভ, লাজবন্তী-অনুভব, নিশা-উজি, এভি-কথা, নীল-লহরী।
সেরা পরিবার হিসেবে টেলি সম্মান পুরস্কার পেল 'কথা', 'পরিণীতা', 'চিরসখা', 'জগদ্ধাত্রী'। চলতিবারে একই বিভাগে একাধিক পুরস্কার পেয়েছেন টেলিতারকারা। সেরা অভিনেতা পুরস্কার পেলেন উদয় প্রতাপ সিং, রুবেল দাস, প্রতীক সেন।
সেরা অভিনেত্রীর শিরোপা উঠল সোনামণি সাহা, ঈশাণী চট্টোপাধ্যায়, তৃণা সাহা, দিব্য়াণী মণ্ডল, তিয়াসা লেপচার মাথায়। সেরা খলনায়ক হিসেবে পুরস্কৃত বিভান ঘোষ, ভরত কল, ইন্দ্রনীল মল্লিক। সেরা খলনায়িকা ২ জন- সুদীপ্তা বন্দ্য়োপাধ্য়ায়, কৌশাম্বী চক্রবর্তী।
'মরণোত্তর সম্মান' দেওয়া হল প্রয়াত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়কে। জীবনকৃতী সম্মান পেলেন লীনা গঙ্গোপাধ্যায়। অম্বরীশ ভট্টাচার্য এবং জুন মালিয়ার সঞ্চালনায় জমে উঠেছিল টেলি সম্মান পুরস্কারের সন্ধে।
ধারাবাহিকের প্রিয় বউমা এবং প্রিয় ছেলে হিসেবে মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ঊষশী রায়, সোনামণি সাহা, সুস্মিতা দে, নীল ভট্টাচার্য, সুস্মিত মুখোপাধ্যায়, রাহুল মজুমদার।
তবে প্রিয় মেয়ে হিসেবে একাই পুরস্কৃত দিতিপ্রিয়া রায়। মাত্র একটি পুরস্কার জিতল 'চিরদিনই তুমি যে আমার'। প্রিয় ছেলে ক্যাটাগরিতে এবার টেলি সম্মান পেলেন নীল ভট্টাচার্য, সুস্মিত মুখোপাধ্যায়, রাহুল মজুমদার। প্রিয় মা-বাবা হিসেবে পুরস্কৃত ময়না বন্দ্যোপাধ্যায়, সোহিনী সান্যাল, সুধাময়ী ও ইন্দ্রজিৎ বোস। প্রিয় শ্বশুরের খেতাব জিতলেন চন্দন সেন। প্রিয় শাশুড়ি ২ জন- চন্দ্রেয়ী ঘোষ, মল্লিকা মজুমদার।
Published By: Sandipta BhanjaPosted: 11:51 AM Nov 21, 2025Updated: 11:58 AM Nov 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
