Advertisement
'ছোট্ট টিপ, হালকা লিপস্টিক' আর শাড়িতে অপরূপা মিমি, দেখুন নায়িকার পুজোর সাজ
নজরকাড়া সাজ আর প্রিয়জনদের সঙ্গে মিমির পুজো জমজমাট।
বাঙালির সেরা উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আমজনতা থেকে তারকা প্রত্যেকেই মেতে উঠেছেন প্রাণের প্রিয় শারদীয়ায়। ব্যতিক্রম নন অভিনেত্রী মিমি চক্রবর্তীও।
বাড়ির পুজো অর্থাৎ তাঁর আবাসনের পুজতে প্রতি বছরই তাঁর অংশগ্রহণ থাকে উল্লেখযোগ্যভাবে। এবারও প্রতিবারের মতো একইভাবে মেতে উঠেছেন নায়িকা।
সারাবছর ছবির চরিত্রের জন্য যেভাবেই সাজুন না কেন পুজোর এই কদিন শাড়ি বা এথনিক পোশাকেই সাজতে ভালোবাসেন মিমি।
তাই ষষ্ঠীর সাজে তিনি বেছে নিয়েছিলেন সবুজ রঙের হাল ফ্যাশনের শাড়ি, গলায় ভারি কাজের কুন্দনের হার, মানানসই মেকআপ, হেয়ার স্টাইল কপালে ছোট্ট টিপে সেজে ওঠেন এদিন মিমি।
মায়ের কাছে হাত ভরে আশীর্বাদ চাইছেন নায়িকা। উল্লেখ্য, একদিকে পুজোয় ছবি মুক্তি পেয়েছে মিমির ছবি 'রক্তবীজ ২'। প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে এই ছবি। পুলিশ অফিসার সংযুক্তাকে ফের পর্দায় দেখতে পেয়ে যারপরনাই খুশি দর্শক। বক্স অফিসের দৌড়ে এগিয়েও রয়েছে মিমির ছবি।
Published By: Arani BhattacharyaPosted: 08:47 PM Sep 28, 2025Updated: 08:47 PM Sep 28, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
