'হাঁটতে হাঁটতে গান বেঁধেছি', পুজোর পর এবার ক্রিসমাসেও মমতার সঙ্গীত
ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে সেন্ট জেভিয়ার্সের বিশেষ অনুষ্ঠানেও যোগ দেন মুখ্যমন্ত্রী।
Tap to expand
ক্রিসমাসের আগে সেজে উঠেছে কলকাতা-সহ গোটা রাজ্য। অ্যালেন পার্কে গিয়ে ক্রিসমাস উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Tap to expand
হোলি ওয়াটার ছড়িয়ে চার্চে প্রবেশ করেন তিনি। সঙ্গে ছিলেন ইন্দ্রনীল ঘোষ, মুখ্যসচিব-সহ উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা।
Tap to expand
অনুষ্ঠানমঞ্চ থেকে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারচুয়ালি ক্রিসমাস ফেস্টিভ্যালের সূচনা করেন তিনি।
Tap to expand
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "১৯ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত উৎসব। ২৪ ও ২৫ ডিসেম্বর এখানে (পার্ক স্ট্রিট) গাড়িঘোড়া চলবে না।"
Tap to expand
ক্রিসমাসের কথা মাথায় রেখে গানও লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমি ভাবলাম প্রতিটা উৎসবে গান গাই, ক্রিসমাস বাদ যাবে কেন? হাঁটতে হাঁটতে গান বেঁধে ফেলি। ইন্দ্রনীল খুব কম সময়ের মধ্যে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে গানটা গাইয়ে ফেলে।"
Tap to expand
তিনি আরও বলেন, "প্রচুর ক্রিসমাস ক্যারল রয়েছে। বাংলা গানও রয়েছে। তার মধ্যে 'বিশ্বপিতা তুমি হে প্রভু', 'মঙ্গলদীপ জ্বেলে' আমার প্রিয়।"
Tap to expand
মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, "এই অনুষ্ঠানটির ৩৬ ঘণ্টা আগে দিদি আমাকে ফোন করেন। গানটি লিখে, সুর করে দেন। সংশোধন করার দরকার রয়েছে বলে আমার মনে হয়নি।"
Tap to expand
মমতার লেখা গানটি হল, "শান্তির দীপ এসো ঘরে ঘরে/হে প্রভু এসো হৃদয়জুড়ে/ শান্তির দীপ এসো ঘরে ঘরে/ এসো প্রভু সবার হৃদয়জুড়ে/ তুমি যে শান্তির বাণী প্রচারে দেখালে শান্তির পথ/ তোমারও অমৃত বাণী সংসারে আমরা পেলাম সব/ এসো পিতা ঘরে ঘরে শান্তি দাও/ তুমি সবার তরে/ তুমি বিশ্বপিতা/ আমাদের সবার নত মাথা/ তোমার বাণী সবার তরে, শান্তি আসুক বিশ্বজুড়ে/ তোমার আশিস সবার ঘরে/ লহ প্রণাম/ লহ প্রণাম/ লহ প্রণাম/ লহ প্রণাম/ তোমার বাণী সবার তরে, নতুন সূর্য আসুক ঘরে/ বিশ্বপিতা তুমি/ তুমি শান্তিদাতা।"
Tap to expand
ক্রিসমাস অনুষ্ঠানের সূচনার পর সেন্ট জেভিয়ার্সের বিশেষ অনুষ্ঠানেও যোগ দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম।
Published By: Sayani SenPosted: 09:03 PM Dec 19, 2024Updated: 09:03 PM Dec 19, 2024
ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে সেন্ট জেভিয়ার্সের বিশেষ অনুষ্ঠানেও যোগ দেন মুখ্যমন্ত্রী।