Advertisement
নাম জড়িয়েছে স্মৃতির হবু স্বামী পলাশের সঙ্গে, কে এই কোরিওগ্রাফার?
বিয়ের কোরিওগ্রাফি করতে এসেই পলাশের সঙ্গে ঘনিষ্ঠতা?
সবকিছু ঠিক থাকলে গত রবিবারই সাতপাকে বাঁধা পড়তেন ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং গায়ক পলাশ মুচ্ছল। কিন্তু আচমকা স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় সেই বিয়ে স্থগিত করে দিতে হয়। যদিও কেউ কেউ বলছেন ওই বিয়ে ভেঙে যাওয়ার নেপথ্যে রয়েছেন তৃতীয় এক ব্যক্তি।
সোশাল মিডিয়ায় গুঞ্জন, স্মৃতিদের বিয়ে ভেঙে যাওয়ার নেপথ্যে রয়েছেন এক কোরিওগ্রাফার। নাম মেরি ডি কস্টা। বিয়ের ঠিক আগেই নাকি তাঁর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় পলাশ মুচ্ছলকে।
খবর ছড়াচ্ছে, বিয়ের ঠিক আগের রাতেই নাকি পলাশের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় মেরিকে। গায়কের সঙ্গে কোরিওগ্রাফারের মাখোমাখো চ্যাটও ফাঁস হয়ে যায়। তারপরেই স্থগিত ‘পালরিতি’র বিয়ে। মেরি ডি’কস্টা নামের ওই কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ঘনিষ্ঠ কথাবার্তার স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায়।
ওই স্ক্রিনশটে যে চ্যাট দেখা গিয়েছে তা স্মৃতির পক্ষে মেনে নেওয়া কষ্টকর। কোনওটায় পলাশ বলছেন, ‘চলো একসঙ্গে সাঁতার কাটতে যাই।’ আবার কোনওটায় একসঙ্গে সমুদ্রসৈকতে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন পলাশ।
ভাইরাল হওয়া চ্যাট অনুযায়ী, স্মৃতিকে ডেট করাটা কষ্টকর হয়ে উঠছে বলেও মেরির কাছে দাবি করেছেন পলাশ, কারণ অধিকাংশ সময়েই ক্রিকেটের কারণে দূরে থাকতে হয় স্মৃতিকে। এমনকী বিয়ের পরও মেরির সঙ্গে সম্পর্ক রাখতে চান, এমন ইঙ্গিতও মিলেছে পলাশের কথায়।
খানিক ‘দুষ্টু’ আলোচনা, ফ্লার্টিংও দেখা গিয়েছে ওই স্ক্রিনশটগুলিতে। তবে ভাইরাল হওয়া এই স্ক্রিনশটের সত্যতা যাচাই করা যায়নি। কোনও সংবাদমাধ্যমই ওই চ্যাটের সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। এমনকী চ্যাটজিপিটিও জানিয়েছে, চ্যাটগুলি আসল বা ভুয়ো, দুটোই হওয়ার সম্ভাবনা রয়েছে।
কে এই মেরি ডি’ কস্টা? লিঙ্কড ইন প্রোফাইল বলছে, তিনি থানের বাসিন্দা। পেশায় কোরিওগ্রাফার। স্মৃতির সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে বলে সূত্রের খবর। তবে মেরি সম্পর্কে বিশেষ তথ্য নেটমাধ্যম বা সোশাল মিডিয়ায় নেই। শোনা যাচ্ছে, তাঁর বাড়ি থানেতে।
Published By: Subhajit MandalPosted: 09:37 PM Nov 25, 2025Updated: 09:37 PM Nov 25, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
